সবচেয়ে দামী স্কুটার হলো ‘ভেস্পা ৯৪৬ এম্পোরিও আরমানি স্কুটার’ যার দাম প্রায় ১২.০৪ লাখ টাকা। তবে এবার এটির দাম ২ লাখ কমে দাঁড়ালো ১০ লাখে। ২০১৬ সালে “পিয়াজিও ইন্ডিয়া” সংস্থা ভারতে এটির লঞ্চ করেছিলো এবং জানা যায় যে, এই লিমিটেড এডিশন স্কুটারটির মাত্র তিনটি ইউনিটই ভারতের বাজারে ছাড়া হয়েছিলো। তবে বর্তমানে এটির একটি ইউনিটই রয়েছে।
এই স্কুটারের নেপথ্যে রয়েছে বিশ্ব বিখ্যাত ডিজাইনার জর্জো আরমানি। দুই ইটালিয়ান সংস্থা “এম্পোরিও আরমানি” ও “পিয়াজিও” এর হাত ধরেই এই দামী স্কুটারটি বাজারে লঞ্চ হয়। এটির হেডলাইটসহ বিভিন্ন জায়গায় লেখা রয়েছে ব্র্যান্ডের নাম।
জানা যায় যে, জর্জো আরমানির ৪০তম জন্মদিন ও পিয়াজিও গ্রুপটির ১৩০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই লিমিটেড এডিশন স্কুটারটি লঞ্চ করা হয়েছিলো। উল্লেখযোগ্য ব্যাপার হলো, ১৯৪৬ সালে এই স্কুটারটি তৈরি হওয়ার ফলে এর নাম রাখা হয় ভেসপা ৯৪৬।