Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Scholarship: মাস গেলে ৭,৮০০ টাকা ঢুকবে পড়ুয়াদের অ্যাকাউন্টে, অনলাইনে এইভাবে আবেদন করুন

Updated :  Tuesday, April 23, 2024 12:31 PM

অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। ‘ইশান উদয়’ স্কলারশিপ স্কিম এমনই একটি উদ্যোগ যা উত্তর-পূর্ব ভারতের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। কেন্দ্র সরকারের এই প্রকল্প সকলের মন জয় করে নিয়েছে। কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে? বা কারা আবেদন করতে পারবেন? বা কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

আবেদনকারীকে অবশ্যই আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক মোট আয় বছরে ৪.৫ লক্ষ টাকার বেশি হতে পারবে না। আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং UGC অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে। সাধারণ ডিগ্রী কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা প্রতি মাসে ৫,৪০০ টাকা পাবেন। আর কারিগরি, চিকিৎসা, পেশাগত শিক্ষা বা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা প্রতি মাসে ৭,৮০০ টাকা পাবেন।

‘ইশান উদয়’ স্কলারশিপ স্কিমে আবেদন করতে NSP পোর্টালে (https://www.scholarships.gov.in/) গিয়ে আবেদন লিঙ্ক পেতে হবে। প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে এই স্কিমে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড, রোজগারের প্রমাণপত্র ইত্যাদি লাগবে। আবেদনের শেষ তারিখ প্রতি বছর ৩১ আগস্ট। ‘ইশান উদয়’ স্কলারশিপ দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি আশীর্বাদ। এই স্কলারশিপ তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সাহায্য করবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।