জীবনযাপন

মনোবাঞ্ছা পূর্ণ করবে তারা মা, জেনে নিন তারা মায়ের রহস্য

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – ভক্তের পাশে সর্বদা থাকেন তারা মা। দুঃসময়, দুর্গতি কাটিয়ে তুলতে সাহায্য করেন তিনি। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হল তারা। কালীর মতো তিনিও ভীষণা দেবী। তবে তারা মায়ের নানা রূপ দেখা যায় উগ্রতারা, নীল সরস্বতী অথবা একজোড়া তারা, কুরুকুল্লা তারা, বশ্যতারা, মহাশ্রীতারা। হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মেও এই দেবী পূজিতা হন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এ তারা মা পূজিত হন। দেবী তারার রূপ হল –

Advertisement
Advertisement

তিনি শব বক্ষে দক্ষিণ পদ স্থাপিতা। ভয়ংকরী, মুণ্ডমালাভূষিতা, খর্বা, লম্বা উদর, ভীষণা, কোমরে ব্যাঘ্রচর্ম, নব যৌবনা, চতুর্ভূজা, বাঁ হাত দুটিতে কপাল ও নীলপদ্ম, ললাটে ত্রিনয়ন, একজটা ধারিণী, শ্বেতপদ্ম এর উপর উপস্থিতা। ‘বৃহদ্ধর্ম পুরাণ’ এ তারাকে ‘শ্যামবর্ণা’ এবং ‘কালরুপিনী’ বলছেন বর্ণনাকারীর উপরে উল্লেখ করা হয়েছে।

Advertisement

কৌশিকী অমাবস্যার দিন তারা মায়ের পুজো হয়। এই দিন তারাপীঠ সহ বিভিন্ন জায়গায় তারা মা পূজিতা হন। হোম, যজ্ঞ করে মায়ের পুজো করা হয়। কথিত আছে, এই দিন তারা মায়ের পুজো করলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। কারুর যদি মন্দিরে যেতে কোন সমস্যা হয়, বাড়িতেই যদি তারা মায়ের পদযুগল ছবি থাকে, তার সামনেই শ্বেত পদ্ম দিয়ে ১০৮ বার মায়ের নাম করলেই সকল অশান্তি দূর হয়ে মনোবাঞ্ছা পূর্ণ হবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button