Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bollywood Song: ফুলশয্যার রাত নিয়ে তৈরি হয়েছিল বলিউডের এই গান, ২৬ বছর পেরোলেও এখনও একই রকম রয়েছে মাধুর্য

Updated :  Thursday, August 29, 2024 7:08 PM

হিন্দি সিনেমা এবং সেই সিনেমার গান, দুটোই বলিউড কে ভারতের সবথেকে বড় সিনেমা ইন্ডাস্ট্রি করে তুলেছে। বহু বছর ধরে হিন্দি সিনেমা এবং সেই সিনেমার গানগুলি আমাদের প্রিয় হয়ে থেকেছে। বছরের পর বছর ধরে এমন কিছু গান রয়েছে যেগুলো মানুষের মনে এখনো পর্যন্ত গেঁথে রয়েছে একই ভাবে। ১৯৯৮ সালের দিল সে ছবির ফুলশয্যার রাতের দৃশ্যের জন্য চিত্রায়িত এইরকমই একটি গান লিখেছিলেন গুলজার। এই গানের মাধ্যমে ফুলশয্যার রাতের প্রথম অনুভূতি দারুন ভাবে ফুটিয়ে তুলেছিলেন এই কবি। এই গানের বিশেষ বিষয়টি ছিল, একটিও অশ্লীল শব্দ ব্যবহার না করে নববধূর স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোর ব্যগ্রতা প্রকাশ করেছিল এই গানটি। অথচ কোন কদর্য রুচির শব্দচয়ন একেবারেই হয়নি ।

এখনো একইরকম জনপ্রিয় জিয়া জ্বলে

শাহরুখ খান এবং মনীষা কৈরালার উপরে চিত্রায়িত জিয়া জ্বলে গানটিতে ফুলশয্যার রাতের এমন একটি গল্প বলা হয়েছে, যা বলিউড সিনেমার দুনিয়ায় এখনও পর্যন্ত একটা উদাহরণ। এই গানের সামনাসামনি আজ অব্দি এরকম কোন গান আসতে পারেনি। শুধু এই গানের কথাই নয়, এই গানের মিউজিকও যেন একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া। গুলজার নিজেই এই গানটি সম্পর্কে বলেছিলেন, এই গানটি লেখার উদ্দেশ্য ছিল বিয়ের রাতে কনের অনুভূতি প্রকাশ। কিন্তু তাতে কোনরকম অশ্লীল বা যৌন উস্কানিমূলক শব্দ একটাও না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ছবিটিও এখনো একইরকম জনপ্রিয়

১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান এবং মনীষা কৈরালার দিল সে ছবিটি মানুষ খুব পছন্দ করেন। পরিচালক মনিরত্নামের এই ছবিতে সংগীত দিয়েছিলেন এ আর রহমান এবং গান লিখেছিলেন গুলজার। এই ছবির মাধ্যমে প্রীতি জিন্টার অভিষেক হয়েছিল বলিউডে। সেই সময় এই ছবিটি দারুন হিট করেছিল। এই ছবির ছাইয়া ছাইয়া গানটিও এখনো বলিউড দুনিয়ায় হয়ে রয়েছে একটা মাইলস্টোন। এই গানের মাধ্যমেই বলিউডে অভিষেক করেছিলেন মালাইকা আরোরা।