Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সরকারের এই সিদ্ধান্তে সস্তা হবে পেট্রোল ডিজেল, গাড়ি চলবে রাস্তায় আরও বেশি

Updated :  Wednesday, September 6, 2023 12:49 PM

বর্তমানে পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে সবাই অত্যন্ত চিন্তিত কারণ সরাসরি সাধারণ মানুষের বাজেটের উপরে এর প্রভাব পড়তে শুরু করেছে। তাই এই বিষয়টি মাথায় রেখে সরকার এবারে ইথানলে চলে এমন একটি যান নিয়ে কাজ করতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন ক্রমবর্ধমান দূষণ কমবে, তেমনি একই সাথে এখানেও জ্বালানি প্রবর্তনের মাধ্যমে সমস্ত যানবাহন চালানোর খরচ অনেকটা কমে যাবে। বর্তমানে পেট্রোল এবং ডিজেলের সাথে ২০ শতাংশ ইথানল মিশিয়ে নতুন ধরনের জ্বালানি তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই উদ্যোগের পর সাজাপুরের পেট্রোল পাম্পে ইথানলযুক্ত পেট্রোল ব্যবহার শুরু হয়েছে।

বর্তমানে বৈদ্যুতিক গাড়ি এবং ডিজেল চালিত যানবাহন চালানোর বিষয়ে সবাই বেশ সচেতন রয়েছেন। কিন্তু ইথাইল অ্যালকোহল সম্পর্কে খুবই কম লোকে জানেন। সেই কারণে এবার ভারতের প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে জানাতে উদ্যোগী হয়েছে সরকার। সরকার ইথানলে চালিত টু হুইলার তৈরিতে কাজ করছে জোরকদমে। এর ফলে এক দিকে যেমন মূল্যস্ফীতি কমবে তেমনি একই সাথে কমবে দূষণ। গোটা দেশের এই ধরনের জ্বালানি ব্যবহার করতে চাইছে সরকার। অন্যদিকে যেহেতু আখ এবং ভুট্টা থেকে এই জিনিস তৈরি, তাই খরচের দিক থেকেও এই জ্বালানি অনেকটা সস্তা। এটি পরিবেশেরও ক্ষতি করে না খুব একটা বেশি। পেট্রোল এবং ডিজেলের কারণে বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কিন্তু ইথাইল অ্যালকোহলে চালিত যানবাহন চালালে বায়ু দূষণ খুব কম থাকে। কম খরচে জনগণকে এই জ্বালানি দেওয়া যায়।

আপনাদের জানিয়ে রাখি এই জ্বালানিটি পরিবেশের জন্য খুবই ভালো এবং এতে পরিবেশের কোন রকম ক্ষতি হয় না। পাতন প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটি তৈরি করা হয় বলে জায়গা জমি নিয়ে এই জ্বালানির ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। তবে যদি এই সমস্যা কাটিয়ে ওঠা যায় তাহলে কিন্তু এই জ্বালানি অত্যন্ত ভালো।