Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খুশির খবরঃ এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন বুহু সাধারন মানুষ!

Updated :  Saturday, September 7, 2019 7:48 AM

দারুন খবর! এবার থেকে বাড়িতে বসেই পাওয়া যাবে ব্যাঙ্কের টাকা। আমরা জানি পোস্ট অফিস একাউন্টে এই সুবিধা উপলব্ধ অর্থাৎ পোস্ট অফিস একাউন্টের টাকা বাড়িতে পৌঁছে দিয়ে যায় পোস্ট অফিসের পিওন। কিন্তু এবার থেকে এই সুবিধা ব্যাংক একাউন্টেও চালু হতে চলেছে। এবার থেকে সমস্ত ব্যাঙ্কের টাকা তুলে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে ভারতীয় পোস্ট অফিসের পিওন। কিন্তু এই পরিষেবা পাওয়ার আগে ঠিক পূর্বের মতোই ডাক বিভাগের টোল ফ্রি নম্বরে (১৫৫২৯৯) কল করে প্রয়োজনীয়তা জানতে হবে। নতুন আধার কেন্দ্রিক লেনদেন চালু হওয়ার দরুন এই সুবিধা সব ব্যাঙ্কে চালু হবে। তবে আপাতত কোনও ব্যাঙ্কের একাউন্টে হোল্ডার একদিন সর্বোচ্চ ৫,০০০ টাকা তুলতে পারবেন। এই পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন কোটি কোটি মানুষ বিশেষ করে গ্রামীণ মানুষেরা।