এবার ভারতে এলো ইলেকট্রিক সাইকেল

শ্রেয়া চ্যাটার্জি - গোটা বিশ্ব জুড়ে করনা ভাইরাসের জন্য লকডাউন চলছে। তবে কোন কোন জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। মানুষ কাজের জন্য আস্তে আস্তে বের হচ্ছেন। এত দিনের অভ্যাস কাটিয়ে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়ে করনা ভাইরাসের জন্য লকডাউন চলছে। তবে কোন কোন জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। মানুষ কাজের জন্য আস্তে আস্তে বের হচ্ছেন। এত দিনের অভ্যাস কাটিয়ে একটু কাজের দিকে ফেরা। বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলিতে আনা হলো ইলেকট্রিক বাইসাইকেল। নতুন Turbo Vado SL e-bike নিয়ে এলো এই নতুন সাইকেল।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ‘এর মতন শক্তিশালী এবং চলার ক্ষমতা অন্য কোন ই-বাইকে নেই। তাছাড়াও এটি বয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হালকা।’ এরমধ্যে রয়েছে ৩২০ ওয়াটের ব্যাটারি, যা প্রায় ১৩০ কিলোমিটার একবার চার্জ দিলেই চলে যাবে। অনেক ইলেকট্রিক স্কুটার এর থেকেও ইলেকট্রিক বাইসাইকেল অনেক বেশি বিক্রি হয়েছে ভারতে।

এই বাই সাইকেলটি বানানো হয়েছে E5 অ্যালুমিনিয়াম দিয়ে। এর ওজন ১৫ কেজি। যা সহজেই পরিবহন যোগ্য। চার রকম আকারে এটি পাওয়া যাবে, ছোট, মাঝারি, বড় এবং সবচেয়ে বড়। এছাড়াও এর মধ্যে ব্লুটুথের ব্যবস্থা করা আছে। হাই ভলিউম টায়ার দেওয়া হয়েছে, যাতে আপনার যাত্রা সুগম হয়।