ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমরা সকলেই চাই চিরতরুণ থাকতে, কিন্তু সেটা সম্ভব নয়। তাই যতদিন সুস্থ থাকা যায়, যতদিন তারুণ্য ধরে রাখা যায়, এটাই সকলের প্রচেষ্টা থাকে। কিন্তু এমন অনেক খারাপ অভ্যাস আছে আমাদের মধ্যে, যেগুলোর জন্য আমরা অনাকাঙ্খিত বার্ধক্যকে বরণ করে নিচ্ছি দিনের পর দিন ধরে। তেমনই কিছু বদঅভ্যাস দেখে নিন, আর সাবধান হয়ে যান-
১. রাত জাগা থেকে যতটা সম্ভব বিরত থাকুন। আজকালকার বেশিরভাগ ছেলেমেয়েদেরই রাত জাগার প্রবণতা অনেক বেশি। কিন্তু সকলেরই উচিত, রুটিনমাফিক প্রাত্যহিক কাজগুলো তাড়াতাড়ি সেরে দ্রুত ঘুমিয়ে পড়া। বেশী রাত জাগার ফলে চোখের নিচে কালো দাগের ছোপ পড়তে পারে। ফলে অল্প বয়সেই বুড়ো দেখাবে।
২. ধুমপান থেকে বিরত থাকুন। ধুমপানের ফলে আমাদের শরীরের যে মারাত্মক ক্ষতি হয় সেতো আমরা জানিই। কিন্তু এর সাথে সাথে, ধুমপানের ফলে আমাদের শরীরের এনজাইম নষ্ট হয়ে যায়। আর এর ফলে দ্রুত বার্ধক্য চলে আসে শরীরে।
৩. মেদ বেড়ে যাওয়া থেকে সতর্ক থাকুন। মিষ্টি, জাঙ্ক ফুড বা অন্য কোনো ফ্যাট জাতীয় খাবার কম খান। মেদওয়ালা মানুষকে একটু বয়স্ক দেখায় এটাইতো স্বাভাবিক। এছাড়া মেদযুক্ত মানুষদের অন্যান্য কাজকর্ম করতেও অনেক সমস্যা হয়।
৪. চকলেট, ফাস্টফুড এগুলো ত্যাগ করা সবচেয়ে ভালো। কারণ এর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে আপনার শরীর ও ত্বকের উপরে। এছাড়া সফট ড্রিংকস যত কম খাবেন ততই ভালো।
৫. সর্বোপরি মানসিক চাপ যতটা সম্ভব কম নিতে হবে। বেশি মানসিক চাপ নিলেই শরীর ভেঙে পড়ে। অল্পতেই মানসিক ভাবে ভেঙে পড়া, সবকিছুকেই বেশী সিরিয়াস ভাবে নেওয়া থেকে বিরত থাকতে হবে, তাহলেই সুস্থ থাকবেন, দীর্ঘদিন তারুণ্য থাকবে।