ইলেকট্রিক সাইকেলের বাজারে এ বার ঝড় তুলতে নামল টিভিএস। সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তি ও দীর্ঘ রেঞ্জের সুবিধা নিয়ে সংস্থার নতুন ইলেকট্রিক সাইকেল ইতিমধ্যেই নজর কাড়ছে ক্রেতাদের। শহুরে যাতায়াত থেকে শুরু করে ফিটনেসপ্রেমীদের জন্য, এই সাইকেল হতে পারে এক অভিনব সমাধান।
টিভিএস ইলেকট্রিক সাইকেলের নকশা ও ডিজাইন
এই সাইকেলটির মূল আকর্ষণ এর স্টাইলিশ অ্যালুমিনিয়াম ফ্রেম। হালকা ওজনের পাশাপাশি টেকসই হওয়ায় এটি দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারেই উপযুক্ত। বাজারে পাওয়া যাবে একাধিক আকর্ষণীয় কালার অপশন। সামনে ও পিছনে সাসপেনশন সিস্টেম থাকায় খারাপ রাস্তাতেও চলাচল সহজ হবে। এছাড়াও ৭-স্পিড গিয়ার সিস্টেম দেওয়া হয়েছে, যা যেকোনো রাস্তায় নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করবে।
ব্যাটারি ও পারফরম্যান্স
টিভিএসের এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে 10.4Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি, যার সাহায্যে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে ২৫০ ওয়াট BLDC হাব মোটর, যা সর্বোচ্চ ২৫ কিমি/ঘণ্টা গতিতে সাইকেল চালাতে সক্ষম। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। সংস্থার দাবি, ব্যাটারির উপর ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে, যা গ্রাহকদের কাছে বড় আকর্ষণ।
টেক-ফ্রেন্ডলি ফিচার
ফিচারের তালিকায় রয়েছে ফ্রন্ট LED লাইট, একটি ছোট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং USB চার্জিং পোর্ট। এছাড়াও থাকছে স্মার্ট ক্লক, ওয়াটার-রেসিস্ট্যান্ট ডিজাইন, ক্রুজ মোড ও অটো কাট-অফ চার্জিং-এর মতো আধুনিক ফিচার। এই সব সুবিধা মিলিয়ে এটি সাইকেল না হয়ে একরকম স্মার্ট ভেহিকলেই রূপান্তরিত হয়েছে।
দাম ও অফার
টিভিএস ইলেকট্রিক সাইকেলের শুরু দাম ৩৫,০০০, তবে ব্যাংক অফার ও ডিসকাউন্টে এটি আরও কম দামে কেনার সুযোগ মিলবে। সাশ্রয়ী দামে এত বৈশিষ্ট্য পাওয়ায়, ভারতীয় গ্রাহকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলেই ধারণা।














