দেশনিউজ

দুর্গাপূজা হতে না দেওয়া নিয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে প্রয়াগরাজের বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

Advertisement

প্রয়াগরাজ: হাথরস কাণ্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আর এবার দুর্গাপুজো নিয়ে ফের একবার কাঠগড়ায় দাঁড় করানো হল উত্তরপ্রদেশ সরকারকে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গোটা উত্তরপ্রদেশ জুড়েই নাম বদলের একটা হিড়িক দেখা দিয়েছে। তার জীবন্ত উদাহরণ হল এলাহাবাদ। এই রাজ্যের নামকরণ করা হয়েছে নতুনভাবে প্রয়াগরাজ। আর এবার এখানকারই বেঙ্গল ওয়েলফারে অ্যাসোসিয়েশন দুর্গাপূজা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কার্যত সার্বজনীন দুর্গোৎসব না করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আর এই নির্দেশের বিরোধিতা করে বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনও সুরাহা না মেলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে এই বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

জানা গিয়েছে, প্রয়াগরাজ হাইকোর্ট থেকে জানানো হয়েছে যে, সার্বজনীন দুর্গোৎসব হবে কিনা, সে বিষয়ে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করবে না। এই রায়ে সন্তুষ্ট না হয়ে বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। করোনার মধ্যে কোনও সার্বজনীন দুর্গোৎসব হবে না, এমনটাই নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ। বলা হয়েছে বাড়ির ভেতর বড়জোর দুর্গাপুজো হতে পারে। আর এই নির্দেশের বিরোধিতা করেই বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে। এখন সেখানে কি নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে উত্তরপ্রদেশের বাঙালি সম্প্রদায়।

Related Articles

Back to top button