Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

GPay, PhonePe, Paytm ব্যবহারকারীদের জন্য বড় খবর! ১৫ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে UPI লেনদেনের নিয়ম

Updated :  Sunday, September 14, 2025 11:13 AM
gpay paytm

নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের ব্যবহার ক্রমশ বেড়ে চলেছে। স্মার্টফোনে পেমেন্টের সুবিধা হাতের মুঠোয় আসায় নগদ টাকার প্রয়োজনীয়তা কমেছে অনেকটাই। এবার সেই ডিজিটাল যুগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন নিয়ম আনল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন UPI লেনদেনের সীমা।

কী বদল আসছে?

আগস্ট মাসেই কিছু নিয়ম সংশোধন হয়েছিল, আর এবার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আরও বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। NPCI ঘোষণা করেছে যে এখন থেকে ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (P2M) লেনদেনের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। যেখানে আগে বড় অঙ্কের EMI, বীমা প্রিমিয়াম, বিনিয়োগ কিংবা ক্রেডিট কার্ড বিল UPI মাধ্যমে পরিশোধে সীমাবদ্ধতা ছিল, এবার সেই প্রক্রিয়া সহজ হয়ে গেল। ১৫ সেপ্টেম্বর থেকে এই ধরনের লেনদেনের দৈনিক সীমা দাঁড়াচ্ছে ১০ লক্ষ টাকা।

নতুন সীমা কত?

  • P2M লেনদেন: একবারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত।

  • ক্রেডিট কার্ড বিল পরিশোধ: এক লেনদেনে ৫ লক্ষ টাকা, দৈনিক সীমা ৬ লক্ষ টাকা।

  • EMI পরিশোধ: প্রতিদিন সর্বাধিক ১০ লক্ষ টাকা।

  • ভ্রমণ বুকিং: একবারে ৫ লক্ষ টাকা, দৈনিক সর্বাধিক ১০ লক্ষ টাকা।

  • পুঁজিবাজারে বিনিয়োগ ও সরকারি ই-মার্কেটপ্লেসে কেনাকাটা: সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত।

তবে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনের সীমা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ বন্ধুবান্ধব বা আত্মীয়কে UPI-এর মাধ্যমে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা এখনও ১ লক্ষ টাকা।

গ্রাহকদের কী লাভ হবে?

এই সীমা বৃদ্ধির ফলে PhonePe, GPay, Paytm সহ জনপ্রিয় UPI অ্যাপের মাধ্যমে আরও বড় অঙ্কের পেমেন্ট করা যাবে সহজেই। নগদ টাকার প্রয়োজনীয়তা কমবে, ফলে ক্যাশলেস লেনদেনের সংস্কৃতি আরও দৃঢ় হবে।

  • EMI এবং বীমা প্রিমিয়াম পরিশোধ আরও সুবিধাজনক হবে।

  • বিনিয়োগ, কর মেটানো বা সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে একবারে বড় অঙ্কের টাকা পরিশোধ করা যাবে।

  • বড় কেনাকাটা যেমন গয়না বা মেয়াদী আমানতের মতো লেনদেনেও আর আলাদা ঝামেলা থাকবে না।

অর্থনীতিতে প্রভাব

বিশেষজ্ঞদের মতে, বড় অঙ্কের লেনদেনকে UPI-তে অন্তর্ভুক্ত করা হলে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। খুচরো ব্যবসা থেকে শুরু করে বড় আর্থিক সংস্থা পর্যন্ত নগদহীন লেনদেনের দিকে ঝুঁকবে, যা অর্থনীতিকে আরও স্বচ্ছ করে তুলবে।