গ্রাহকদের জন্য সুখবর! ফ্রিতে পাবেন এই সুবিধা, বাম্পার অফার আনল VI
Vi গ্রাহকদের দিচ্ছে ৪৯ টাকার প্ল্যান টি বিনামূল্যে ব্যবহারে সুযোগ
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পনি VI তাদের স্বল্প আয়ের গ্রাহকদের জন্য একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। প্রধানত এই করোনা পরিস্থিতিতে এই টেলিকম সংস্থা তাদের ৪৯ টাকার প্ল্যানটি গ্রাহকদের প্রদান করতে চলেছে বিনামূল্যে। Vi এর প্রদান করা তথ্য অনুসারে, তাদের সংস্থায় স্বল্প আয়ের গ্রাহকের সংখ্যা ৬০ মিলিয়ন। তাদের সুবিধার কথা মাথায় রেখে এমন পদক্ষেপ নিয়েছে কোম্পানি। সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা Airtel ও একই পরিষেবা চালু করেছে।
বলা বাহুল্য কেবল ৪৯ টাকার প্ল্যানটি বিনামূল্যে দিচ্ছে কোম্পানি, এমনটাই নয় ৭৯ টাকার প্ল্যানটিতেও গ্রাহক পাবেন ডবল টকটাইমের সুবিধা। চলুন এইবার জানা যাক ঠিক কি সুবিধা কোম্পানি প্রদান করছে ৪৯ টাকার প্ল্যানে, গ্রাহক ৪৯ টাকার প্ল্যানে পেতে চলেছে ২৮ দিনের জন্য ৩৮ টাকার টকটাইম। সেক্ষেত্রে স্থানীয় এবং জাতীয় কলগুলির জন্য এই পরিকল্পনায় চার্জ করা হবে প্রতি সেকেন্ডে ০.২৫ পয়সা। এর সাথে গ্রাহককে এই প্ল্যানে দেওয়া হত ৩০০ mb ডেটাও। তবে এখন এর সাথে দেওয়া হবে অতিরিক্ত ২০০ MB ডেটার সুবিধা।
অন্যদিকে গ্রাহক ৭৯ টাকার প্ল্যানটিতে পাবেন দ্বিগুণ টকটাইমের সুবিধা। বলা বাহুল্য, এই একই ধরনের পরিষেবা প্রদান করছে টেলিকম সংস্থা Airtel ও। তবে অন্যতম টেলিকম সংস্থা Jio কেবল মাত্র তাদের ফিচার ফোনের গ্রাহকদের জন্য চালু করেছে একটি অফার। সেক্ষেত্রে তাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে প্রতিদিন ১০ মিনিটের টক টাইম বিনামূল্যে। অর্থাৎ গ্রাহক পাএন ৩০ দিনের জন্য দৈনিক ১০ মিনিটের টক টাইম।