সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও ভাইরাল হয়। কখনও ফ্যাশন, কখনও খাবার আবার কখনও স্রেফ নাচের ভঙ্গিমাই দর্শকদের আকর্ষণ কেড়ে নেয়। সম্প্রতি এক তরুণীর নাচের ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলেছে। কালো রঙের পোশাকে জনপ্রিয় হিন্দি গান ‘তু হ্যায় ভয়হি’-এর তালে নেচে মাতিয়েছেন তিনি। ভিডিওটি পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। সাদামাটা পরিবেশের মধ্যে দাঁড়িয়েই যে আত্মবিশ্বাস ও এক্সপ্রেশনের ঝলক তিনি দেখিয়েছেন, তা দর্শকদের মুগ্ধ করেছে। নাচের ধরণে একদিকে আধুনিকতার ছোঁয়া থাকলেও অন্যদিকে ছিল সহজাত স্বতঃস্ফূর্ততা। এর ফলে ভিডিওটিতে চোখ আটকে গেছে নেটিজেনদের।
ক্যামেরার সামনে তরুণীর উপস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক। কালো রঙের ড্রেসে তাঁকে দারুণ মানিয়েছে। ভঙ্গিমা ও হাসি মিলে নাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বহু দর্শক মন্তব্য করেছেন— “অসাধারণ এক্সপ্রেশন”, “স্টানিং লুক”, “মনে রাখার মতো পারফরম্যান্স”। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে লাইক আর প্রশংসার বন্যা বইছে। বর্তমানে শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলিই বিনোদনের বড় কেন্দ্র হয়ে উঠেছে। সেখান থেকেই বহু নতুন প্রতিভা উঠে আসছেন। এই ভিডিওটিও তার প্রমাণ। নাচে দক্ষতা থাকলেও, সামাজিক মাধ্যমে সাহস করে নিজেদের প্রতিভা তুলে ধরার জন্যই তরুণ প্রজন্ম বেশি পরিচিতি পাচ্ছে।
ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তাঁর প্রোফাইলে দেখা যাচ্ছে নাচ ও ফ্যাশন-সংক্রান্ত আরও একাধিক রিল। অর্থাৎ নিয়মিত কনটেন্ট তৈরি করেই দর্শকদের মন জয় করছেন তিনি। এদিনের ভাইরাল নাচ সেই ধারারই আরেকটি উজ্জ্বল উদাহরণ। ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করা সহজ নয়। প্রতিদিন লক্ষাধিক ভিডিও আপলোড হয়। তবে সেখান থেকে নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা করে নজর কাড়াই আসল সাফল্য। কালো পোশাকের এই নাচে সুন্দরী ঠিক সেটাই করে দেখিয়েছেন।
View this post on Instagram














