Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দোকানের ঘড়িতে সবসময় ১০টা ১০ দেখায় কেনো জানেন? এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ

Updated :  Sunday, January 29, 2023 5:32 PM

যখনই আমরা কোন ঘড়ির শোরুমে গিয়ে দেয়াল ঘড়ি দেখি সেখানে আমরা সব সময় দশটা বেজে দশ মিনিট সময় দেখে থাকি। এই বিশেষ সময় দেখানোর পিছনে কি বিশেষ কোন যুক্তি লুকিয়ে রয়েছে? নাকি এমনিতেই এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে? আসলে এর পিছনে কিন্তু অনেক গল্প রয়েছে। চলুন এই প্রতিবেদনে এই সময় সম্পর্কে কিছু ছড়িয়ে পড়া ঘটনা এবং ঘটনা সম্পর্কে কথা বলা যাক যেগুলি বেশ মজাদার এবং আপনাকে জানাবে অজানা কিছু তথ্য।

কোন কোন বিশেষজ্ঞের মতে দশটা বেজে ১০ বাজার কারণ হলো তাদের প্রস্তুতকারকদের একটি বিশেষ নিয়ম। দশটা বেজে দশ যখন বাজে তখন ঘড়ির কাটাটিকে দেখতে একেবারে ইংরেজি অক্ষর V এর মত লাগে। এই ভি কথাটির অর্থ হলো ভিকট্রি। অর্থাৎ বলতে গেলে বিজয়ের প্রতীক হিসেবেই এই সময় ব্যবহার করা হয় বিভিন্ন ঘড়িতে। তবে আরেকটি কারণও অনেকে বলে থাকেন। অনেকে বলেন এই ভি কথাটি একটি গোল ঘড়ির উপর রাখলে দেখে মনে হয় ঘড়িটি হাসছে। তবে এই কথাটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে অনেকের মধ্যে।

অনেকে আবার বলেন, যদি ১০টা ১০ বাজে তাহলে কাঁটা গুলো কখনোই নিচের দিকে নেমে আসে না। আর এই সময় প্রস্তুতকারকরা খুব সহজেই নিজেদের কোম্পানির নাম লিখতে পারেন ঘড়ির নিচে। তবে সবটাই ভাবনা চিন্তার বিষয়। এখনো পর্যন্ত কেউ এর সঠিক কারণ বলতে পারেননি। তবে অনেক ঐতিহাসিক রয়েছেন যারা বলেন, এই দশটা ১০ সময়টিকে বেছে নেওয়ার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অনেকে মনে করেন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ঠিক সকাল দশটা বেজে দশ মিনিটে। এই কারণেই ঘড়ির নির্মাতারা এই সময়টিকে বেছে নিয়েছেন, হিরোশিমায় মৃত্যুবরণ করা প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে সহানুভূতি প্রকাশ করার জন্যই। এই কারণটিও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।