Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভাগ্য বদলাতে চান? কাছে রাখুন এই জিনিসটি

Updated :  Friday, November 8, 2019 5:56 PM

জীবনে কখন কি ঘটে যায় তা বলা খুব মুশকিল। তবে অনেকেই মনে করেন যে জন্মকুণ্ডলীর উপর গ্রহের প্রভাব পড়ে। গ্রহ ঠিক জায়গায় থাকলে জীবনে আসে সুখ, শান্তি এবং আর্থিক অবস্থাও ভাল হয়। গ্রহ যদি ঠিক জায়গায় না থাকে তাহলে এর বিপরীত হতে পারে। প্রত্যেকের জীবনেই ছোট-বড় নানা সমস্যা দেখা দেয়। তবে আপনি কি জানেন এই সমস্যার সমাধান শুধুমাত্র এক মুঠো কালো তিল দিয়েই হতে পারে!

শনির কুপ্রভাব দূর করতে প্রতি শনিবার এক মুঠো কালো তিল জলে ভাসিয়ে দিতে হবে। এছাড়া অশ্বত্থ গাছের নিচে ঘি ও কালো তিল দিয়ে প্রদীপ জ্বালিয়ে রেখে দিতে হবে।

চাকরি বা ব্যবসার সমস্যা দূর করার জন্য একটি তামার পাত্র নিয়ে তাতে তিল, দুধ এবং গঙ্গার জল মিশিয়ে তা অশ্বত্থ গাছেকে অর্পণ করতে হবে। কালো কাপড়ে তিল বেঁধে তা কাউকে দান করে দিলে আপনার অযথা টাকা খরচা হবে না।

যদি আপনার দাম্পত্য জীবনে কলহ থেকে থাকে তবে এক মুঠো কালো তিল নিয়ে পরিবারের সব সদস্যের চারপাশে সাত বার ঘুরিয়ে বাড়ির উত্তর দিকে গিয়ে সেটি ছিটিয়ে দিন। এবং ছিটিয়ে দেওয়ার পর আর পেছন দিকে তাকাবেন না। শারীরিক অসুস্থতা দূর করতে গঙ্গাজল, দুধ এবং কালো তিল মিশিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করুন।