জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

১০০ বছর বাঁচতে চান? তাহলে প্রত্যেক দিন এই কাজটি অবশ্যই করুন

Advertisement

অনেকেই স্বপ্ন দেখেন শত বছর বেঁচে থাকার। কিন্তু বললেই তো শত বছর বেঁচে থাকা যায় না। রোগ-শোক, প্রাকৃতিক পরিবেশ কত কি মানুষের আয়ু কমিয়ে দেয়। তবে এমন কিছু কাজ আছে যা করলে আয়ু কমে না, বরং বাড়ে। জেনেনিন সেই কিছু কাজ, যা করলে বেঁচে থাকতে পারবেন শত বছর-

প্রতিদিন সকালে শরীরচর্চা- অনেকদিন বেঁচে থাকতে হলে প্রতিদিন সকালে শরীরচর্চা কিন্তু অবশ্যই করতে হবে। নিয়মিত ত্রিশ মিনিট করে হাঁটুন। শরীরচর্চা শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও ভালো থাকতে সহায়তা করে নানাভাবে। এমনকি বাড়িয়ে দেয় মস্তিষ্কের কার্যক্ষমতা। একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে ১৫০ মিনিট শরীরচর্চা ৩১ শতাংশ পর্যন্ত মৃত্যু ঝুঁকি কমিয়ে দেয়।

Related Articles

Back to top button