Virat Kohli: “সিংহের মুখ থেকে লালা ঝরছে, প্রচুর শিকার হবে!” কোহলির উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী ওয়াসীম জাফরের

দীর্ঘ দুই বছরের ব্যর্থতার পর বর্তমানে বিরাট কোহলি যেন অন্য রূপে আবির্ভূত হয়েছেন ক্রিকেটে। পরপর দুই ম্যাচে শত রানের ইনিংস খেলে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। অথচ, ২০১৯ সাল থেকে ২০২২ সালের প্রথমার্ধে বিরাট কোহলি ছিলেন চরম ব্যর্থ ব্যাটসম্যান। ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও তাকে নিয়ে সমালোচনা করতে দ্বিধাবোধ করেননি। অথচ, কয়েক মাসের ব্যবধানে সেই বিরাট কোহলি হয়ে উঠেছেন বিরোধীদের ত্রাস।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের জন্য খুশির খবর বয়ে আনতে সক্ষম না হলেও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারে বিরাট পরিবর্তন এনেছিল। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতীয় সাবেক অধিনায়ককে। বিশ্বকাপের আসরে যখন ভারতের তাবড় তাবড় ব্যাটসম্যানরা ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন ঠিক তখনই দু’হাতে রান সংগ্রহ করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার কোহলির দুর্দান্ত ফর্ম দেখে বিরাট ভবিষ্যদ্বানী করেছেন। তিনি এদিন এক টুইট বার্তায় লেখেন, “সিংহের গাল থেকে লালা ঝরছে, এই বছর প্রচুর শিকার হবে। বোলাররা সাবধান, এবছর অনেকেই বিরাটের শিকার হতে চলেছেন।” অবশ্য ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের এমন হুশিয়ারের পেছনে একাধিক কারণ রয়েছে। বছরের শুরুতে প্রথম ম্যাচেই শতকের দেখা পেয়েছেন বিরাট কোহলি। পাশাপাশি, ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচেও তিনি শত রানের দেখা পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই বিরাট কোহলির ফর্মে ফেরা যেকোন বোলারদের জন্য বিপদ বই আর কিছুই নয়।