জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

প্রতিদিন শক্ত করে বেল্ট পরছেন! কি ক্ষতি করছেন জানেন?

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্যান্টের সাথে বেল্ট পরা তো আবশ্যকীয়। কিন্তু প্রতিনিয়ত শক্ত করে বেল্ট পরলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। বেল্ট পরলেই যে সমস্যা হবে তা কিন্তু নয়, বেল্ট পরতে হবে তবে তা নিয়ম মেনে। তা হলেই নো চিন্তা! জানাচ্ছেন গবেষকরা।

সম্প্রতি কোরিয়ার একদল গবেষক বেল্ট পরা নিয়ে একটি সতর্কতামূলক দাবি করেছেন। শক্ত করে বেল্ট পরলে অনেক ধরনের শারীরিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তাঁরা। শক্ত করে বেল্ট পরলে শরীরে অনেকরকম সমস্যার সৃষ্টি হয়। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যেমন পাকস্থলী, শিরা-ধমনী, মাংসপেশির উপরে চাপ সৃষ্টি হয়। পাশাপাশি সমস্যা দেখা দিতে পারে স্পাইরাল কর্ডেও। এমনকি গবেষকদের মতে, শক্ত করে বেল্ট নিয়মিত পরলে পুরুষদের স্পার্ম কাউন্টও কমে যেতে পারে।

কোরিয়ান ওই গবেষণা দলটি ১২০ জনের উপর একটি সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের মতে মাঝেমধ্যে শক্ত করে বেল্ট পরা যেতেই পারে কিন্তু, সবসময় পরলেই বিপদ।

Related Articles

Back to top button