Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন বছরের শুরুতেই দুটি শৈত্য প্রবাহের পূর্বাভাস বাংলাদেশে

Updated :  Monday, January 4, 2021 4:40 PM

ঢাকা: শহর কলকাতায় (Kolkata) জানুয়ারির শুরুতে যখন বাড়ছে তাপমাত্রার পারদ তখন বাংলাদেশে (Bangladesh) একেবারে উল্টো চিত্র। চলতি জানুয়ারি (January) মাসের মাঝামাঝি বাংলাদেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাতে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। বছরের প্রথম মাস জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে একটি ‘তীব্র শৈত্যপ্রবাহের’ রূপ নিতে পারে বলে জানিয়েছেন দফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

জানুয়ারি মাসে সামগ্রিকভাবে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দফতর বলছে, জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে প্রতিবেশী দেশটিতে। যার মধ্যে একটি তীব্র (চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসবে) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ডিসেম্বরেও দেশে দুটি শৈত্য প্রবাহ বয়ে গেছে বাংলাদেশে। গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর ও ২৬ থেকে ৩১ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়। বিশাল এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

চলতি শীতের মৌসুমে মধ্য ডিসেম্বর থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ১৯ ডিসেম্বর সেদেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে শীতের দাপট থাকে মূলত জানুয়ারিতে। চলতি মাসে  সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া দফতরের পরিচালক  সামছুদ্দিন আহমেদ।