ভাদ্র মাসের প্রখর রোদ ও অসহ্য অস্বস্তির পর অবশেষে ফের নামছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে দেখা মিলছে পরিবর্তনের, আর এই ভিজে হাওয়া এনে দিচ্ছে সাময়িক স্বস্তি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালবেলা রোদ উঠলেও দুপুর গড়াতেই আকাশ আংশিক মেঘলা হবে এবং বিকেল থেকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী ও লাগোয়া জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে ফের বৃষ্টি কমতে শুরু করবে। উইকেন্ডে বৃষ্টির অভাব ঘাম আর অস্বস্তি বাড়িয়ে তুলবে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত সমস্যাও দেখা দেবে। আবহাওয়াবিদদের মতে, বিশ্বকর্মা পুজো পর্যন্ত দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টি ফেরার সম্ভাবনা নেই। তবে ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের জন্যও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেই বৃষ্টির সতর্কতা বজায় থাকবে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ থেকে দু’দিনের জন্য হওয়ার পরিবর্তন হবে। দিনের শুরুতে রোদ থাকলেও দুপুরের পর মেঘ বাড়বে, আর বিকেল বা সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি। শনিবার থেকে ফের গরম এবং ঘর্মাক্ত পরিস্থিতি ফিরে আসবে শহরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অন্তত বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টির বড়সড় আশা নেই কলকাতায়। তবে পুজোর পরেই বৃষ্টি ফের ঘন ঘন নামবে মহানগরে।
আবহাওয়ার সারমর্ম
ভাদ্রের ভ্যাপসা গরমে আপাতত স্বস্তি দিচ্ছে অল্প কিছুদিনের বৃষ্টি। তবে বৃষ্টির ফাঁকে ফাঁকেই গরম ও আর্দ্রতা জারি থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই আবারও বৃষ্টির তীব্রতা বাড়বে রাজ্যে।













