ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমাদের সমস্ত শারীরবৃত্তীয় কাজে হরমোনের গুরুত্ব অপরিসীম। ঠিকঠাক ভাবে হরমোন ক্ষরিত না হলে আমাদের শরীরের অনেক সমস্যা দেখা দেবে। সমস্ত শারীরবৃত্তীয় কাজ, খিদে, ঘুম, প্রজনন, যৌন মিলন সবগুলিই এই হরমোনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। কিন্তু জীবনে বিভিন্ন সময়ে এই হরমোনের ভারসাম্য নষ্ট হয় শরীরে। হতে পারে সেটা কোনো রোগ থেকে বা কোনো শারীরিক পরিবর্তনের জন্য। আর হরমোনের ভারসাম্যের ফলে হতে পারে একাধিক অসুখ। কি কি অসুখ হতে পারে এই হরমোনের ভারসাম্যহীনতার জন্যে জেনে নিন-
১. হঠাৎ ব্রণ: মুখে হঠাৎ করে ব্রণ দেখা দিতে পারে হরমোনের ভারসাম্য হীনতার জন্যে। অ্যান্ড্রোজেন হরমোনের নিম্নমাত্রা বা অন্য কোনো হরমোনজনিত অস্বাভাবিকতার জন্যে হতে পারে এই সমস্যা।
২. ঘন ঘন মাথাব্যথা: কোনো কারণ ছাড়াই যদি ঘন ঘন মাথাব্যথা হয় তাহলে বুঝবেন সেটা হরমোন ঘটিত কোনো সমস্যার জন্যে হচ্ছে। এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৩. অনিদ্রা: দীর্ঘদিন ধরে রাতে ঘুম না আসার পিছনেও থাকতে পারে কোনো হরমোনের ভারসাম্য হীনতা।
৪. দেহের ঘাম বৃদ্ধি: দেহের তাপমাত্রা সরাসরি হরমোন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাই শরীর বেশি গরম হলে, বেশি ঘাম হলে সেটা হরমোনের ভারসাম্য হীনতায় হতে পারে।
৫. ওজন পরিবর্তন: দেহের হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পিছনেও কিন্তু হরমোনের ভুমিকা আছে।
৬. চুল পড়া: দেহে থাইরয়েড হরমোন, ইনসুলিন ও টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়তে পারে।
৭. ক্ষুদায় পরিবর্তন: হঠাৎ খিদে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পিছনেও হরমোনের বড় ভূমিকা আছে।
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।