Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railways: একটি টিকিট থেকে রেলের আসল আয় কত? জেনে নিন বিস্তারিত…

Updated :  Monday, March 17, 2025 9:20 PM

ভারতীয় রেল প্রতিদিন গড়ে দেড় কোটি টিকিট বিক্রি করে, অথচ রেলে ভ্রমণকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি! অর্থাৎ, প্রতিদিন প্রায় ১ কোটি যাত্রী বিনা টিকিটে যাতায়াত করেন।

এখন প্রশ্ন হলো, এই দেড় কোটি টিকিট বিক্রি করে রেল কত টাকা আয় করে?

একটি সাধারণ হিসাব অনুযায়ী, রেলের প্রতিটি টিকিট থেকে গড়ে ৪০ থেকে ৫০ টাকা আয় হয়—এই হিসাব কেবল লোকাল ট্রেনের ক্ষেত্রে। দূরপাল্লার ট্রেন ধরলে এই আয় বাড়তে থাকে, বিলাসবহুল ট্রেনগুলিতে যাত্রী প্রতি রেলের আয় ৫০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়।

এছাড়া, রেলের আয় নির্ভর করে রুটের উপরও। যেমন, মুম্বইয়ে ৪০ কিলোমিটার ভ্রমণের জন্য গড়ে ২০ টাকা খরচ হয়, অথচ হাওড়া রুটে একই দূরত্বে খরচ হয় প্রায় ১৫ টাকা। ফলে প্রতিটি রুটের আয় আলাদা হলেও, দৈনিক টিকিট বিক্রি থেকেই ভারতীয় রেল বিপুল পরিমাণ রাজস্ব উপার্জন করে।