আমাদের ভুল অভ্যেস ও পরিবেশ, মরশুম পরিবর্তন মিলিয়ে আমাদের ত্বকের অনেক ক্ষতি হয়। আমরা হয় এই সব ক্ষতিকর অবহেলা করি বা ছোট খাটো কসমেটিকসের সাহায্যে এর চিকিৎসা করার চেষ্টা করি। কখনো ফল মিলে আবার কখনো ফল পাওয়া যায় না। কিন্তু বিশেষ মাথা ঘামাই না শুরুতে। ধীরে ধীরে আমাদের ত্বক অনুজ্জ্বল ও বৃদ্ধ রূপের আকার ধারণ করে। সেই সময় আমরা দৌড়ে যায় কসমেটিক ট্রিটমেন্টের সাহায্যের জন্যে কিন্তু প্রাকৃতিক বা আয়ুর্বেদিক চিকিৎসার কথা ভেবেও দেখি না।
তাই আজ আমরা নিয়ে হাজির আমাদের ঘরেই উপস্থিত এমন এক ত্বক পরিচর্যার উপাদান। বহু কাল থেকে প্রচলিত যে বেসন; খাবার, ত্বকের যত্ন এবং চুলের জন্য ব্যবহার করা হয়। বেসন পুষ্টিগুণে ভরপুর, তাই এটি স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী বলে মনে করা হয়। এছাড়াও, আপনি আপনার ত্বকের সমস্যা দূর করতে বেসন ব্যবহার করতে পারেন। বেসন ত্বকের দাগ দূর করতে, ব্রণ দূর করতে এবং ত্বক উজ্জ্বল করতে কাজ করে। এ ছাড়া বেসন ব্যবহার করলে ত্বকের স্বরও ভালো হয়। কিন্তু বেশির ভাগ মানুষই শুধু বেসন জলে মিশিয়ে লাগান। এ কারণে ত্বক বেশি হাইড্রেটেড হয় না। আপনি যদি ত্বককে হাইড্রেট করতে চান, তাহলে অবশ্যই বেসন এর সাথে অন্য কিছু মিশিয়ে নিন। এখন নিশ্চয়ই ভাবছেন বেসন এর সাথে কী মিশিয়ে মুখে লাগাতে হবে। আসুন দেখে নিন বেসিনের সঙ্গে কি কি মিশিয়ে মুখে লাগালে মুখ উজ্জ্বল করা যায়।
১) বেসন এর মধ্যে দই মিশিয়ে লাগান:-
আপনি বেসনের পেস্টের সঙ্গে দই মিশিয়ে মুখে লাগাতে পারেন। দইয়ে উপস্থিত এনজাইম ত্বক পরিষ্কার ও ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এর পাশাপাশি বেসন এবং দই ত্বকের মৃত কোষ দূর করে। এর জন্য আপনি ২ চামচ বেসন নিন। এতে ২-৩ চামচ দই মেশান। এবার এই পেস্টটি মুখে লাগান। ১৫-২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বেসন এবং দইয়ের পেস্ট মুখে লাগালে মুখের রং ভালো হয়। ব্রণ থেকেও মুক্তি পেতে পারেন।
২) বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে লাগান:
গোলাপ জলের ব্যাবহার সেই পুরাতন যুগ থেকে রূপ বৃদ্ধির জন্য চর্চিত। তাই গোলাপ জলের সঙ্গে বেসন মিশিয়ে মুখে লাগাতে পারেন। এর জন্য ২ চামচ বেসন নিন। এতে গোলাপজল মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি সারা মুখে এবং ঘাড়ে লাগান। ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বেসন ও গোলাপজল ত্বককে আর্দ্র করে তুলবে। ত্বক শীতলতা পাবে, ত্বকের মৃত কোষ দূর হবে। সেই সঙ্গে ত্বক থেকে বাড়তি তেলও বেরিয়ে আসবে। আপনি চাইলে এতে মুলতানি মাটিও যোগ করতে পারেন।
৩) বেসনের সঙ্গে গ্রিন টি মিশিয়ে লাগান:-
উপরে দুই উপকরন বাদে আপনি মুখে বেসন গ্রিন টির সঙ্গে মিলিয়ে লাগাতে পারেন। বেসন এবং গ্রিন টি এর সংমিশ্রণ ক্ষতিগ্রস্থ ত্বক মেরামত করতে সাহায্য করতে পারে। আসলে গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য পাওয়া যায়। তারা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে, ত্বককে ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। এজন্য গরম জলে গ্রিন টি মিশিয়ে নিন। এবার এই জল হালকা ঠান্ডা হতে দিন। এর পরে, ২ চামচ বেসনের মাঝে এই গ্রিন টি যোগ করুন। এবার এই পেস্টটি মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের রং উন্নত হবে।
৪) বেসনের সঙ্গে আলুর রস মিশিয়ে লাগান:-
বেসন সঙ্গে আলুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন আপনি। আলুতে উপস্থিত উপাদান ত্বকের বর্ণ ফর্সা করতে সাহায্য করে। আলুর রস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। বেসন ও আলুর রস একসঙ্গে মিশিয়ে লাগালে সান ট্যান থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি, আপনি ত্বকের লালচেভাব এবং দাগ থেকেও মুক্তি পাবেন। এর জন্য আলু গুলো পিষে রস বের করে নিন। এই রস বেসনের মধ্যে মিশিয়ে মুখে লাগান। এবং ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৫) বেসনের মধ্যে কমলার রস মিশিয়ে লাগান:-
শীত কালে আমরা এমনিতেই কমলার চোচা মুখে ঘসে থাকি। তাই কমলার রস বেসনের সঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। কমলার রসে সাইট্রিক অ্যাসিড থাকে। এটি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের টোন উন্নত করতে পারে। এর জন্য 2 চামচ বেসন নিন। এতে কমলার রস যোগ করুন। এবার এই দুটি ভালো করে মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে একবার এই পেস্ট ব্যবহার করতে পারেন।