Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

White Hair Remedies: এই ভিটামিনের অভাবে চুল সাদা হয়, জেনে নিন ঘরে বসে কীভাবে সাদা চুল কালো করবেন

Updated :  Monday, May 22, 2023 8:48 AM

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকেও সাজাতে। তবে বিভিন্ন সময়ে চুল কালো করতে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যার ফলস্বরূপ অনেকসময় অকালে চুল সাদা হয়ে যায়। পাশাপাশি অনিয়মিত খাওয়া-দাওয়া, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার কিংবা বর্তমানের দূষিত আবহাওয়া অকালে চুল পেকে যাওয়ার কারণ। বলাই বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের সমস্যা অনেককেই সহ্য করতে হয়। তবে ঘরোয়া পদ্ধতিতেই পাওয়া যেতে পারে এই সমস্যার সমাধান।

১) কারি পাতা- কারি পাতা ও নারকেল তেল একসাথে মিশিয়ে চুলে লাগানো হলে তা শুধুমাত্র চুলের রঙ বদলায় না, পাশাপাশি চুল পড়ার সমস্যা থেকেও মুক্তি দেয়। একটি পাত্রে ১৫ থেকে কুড়িটি কারিপাতা নিয়ে তার মধ্যে এক কাপ নারকেল তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর কারি পাতাগুলি ঐ তেল থেকে তুলে নিয়ে আলাদা রেখে দিতে হবে। কারি পাতা দিয়ে ফোটানো এই নারকেল তেল চান করার অন্তত এক ঘন্টা আগে মাথায় মেখে নেওয়া প্রয়োজন। এই তেল প্রতিদিন ব্যবহার করলেই পরিবর্তন চোখে পড়বে‌।

২) চা- চা ও কফি- প্রথমে একটি পাত্রে পরিমাণমতো জল নিয়ে তাতে চা পাতা দিতে হবে ৪ থেকে ৫ চা চামচ। এরপর গ্যাসে এটি ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলটি পুরোপুরি কালো হয়। রঙ আরো গাঢ় করার জন্য পরিমাণমতো কফিও মিশিয়ে নেওয়া যেতে পারে। গ্যাসে ঐ মিশ্রণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল না থাকে। এরপর ঐ মিশ্রণ ভালো করে চুলে লাগিয়ে রাখতে হবে ৪০-৫০ মিনিট। এরপর চুল শুকিয়ে গেলে মাথা জল দিয়ে ধুয়ে নিলেও সাথে সাথে শ্যাম্পু না করাই ভালো। কারণ তখনই শ্যাম্পু করে নিলে চুলের রঙ হালকা হয়ে যেতে পারে।

৩) নারকেল তেল ও লেবু- প্রথমে একটি পাত্রে পরিমাণমতো নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিতে হবে। এরপর তাতে ২-৩ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে ভালো করে। পরে সেই তেল চুলের গোড়া থেকে শুরু করে শেষপর্যন্ত ভালো করে লাগিয়ে আধঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে ঠিকভাবে। উল্লেখ্য, যদি নিয়মিত এই তেল ব্যবহার করা যায় তবে ধীরে ধীরে চুল কালো হতে থাকবে।