রাজ্য

বাংলায় CAA-NRC প্রত্যাহার করুন, মোদীকে বললেন মমতা

Advertisement

দুদিনের সফরে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দুপুর সাড়ে তিনটেয় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।তাকে গোলাপ দিয়ে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড়, মেয়র ফিরহাদ হাকিম, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায় ও অর্জুন সিং। সেখান থেকে সোজা যান রাজভবনে।রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : বাম কংগ্রেসের মিছিলে বাধা পুলিশের, ভাঙচুর ব্যারিকেড, রণক্ষেত্র ধর্মতলা

বেশ কয়েকটি ব্যাপারে আলোচনা হয় তাদের মধ্যে। এরমধ্যে উল্লেখযোগ্য হল CAA এবং NRC বিষয়ক আলোচনা।নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের নাগরিকদের নাগরিকত্ব এভাবে কেড়ে নেওয়া যায়না।সেটিকে প্রত্যাহার করার দাবী করেন তিনি। এছাড়া রাজ্যের বকেয়া পাওনা ২৮ হাজার কোটি টাকা এবং বুলবুলের জেরে হওয়া ক্ষতি ৭ হাজার কোটি টাকা সব নিয়ে মোট পাওনা ৩৮ হাজার কোটি টাকা দ্রুত রাজ্যকে মিটিয়ে দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

এইদিকে প্রধানমন্ত্রীর রাজ্যে আসা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা।কালো পতাকা এবং বেলুন নিয়ে “মোদী গো ব্যাক” স্লোগান তোলে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন : রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়েও সমালোচনা শুরু হয়।তবে এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন তাই সৌজন্যতার খাতিরেই দেখা করতে গিয়েছি।”
তারপরই ধর্নামঞ্চে চলে যান তিনি।

Related Articles

Back to top button