ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office FD: ঘরে বসেই এবার খুলতে পারবেন পোস্ট অফিস FD অ্যাকাউন্ট, ধাপে ধাপে জেনে নিন অ্যাকাউন্ট খোলার পদ্ধতি

আপনি যদি পোস্ট অফিসে ফিক্স ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় জানতে হবে

Advertisement

এখনকার দিনে শুধুমাত্র ব্যাংকে নয় আপনারা বিভিন্ন পোস্ট অফিসে বিনিয়োগ করতে পারেন নিজের টাকা। পোস্ট অফিসেও আপনাকে রেকারিং ডিপোজিট থেকে শুরু করে ফিক্স ডিপোজিট এবং অন্যান্য অনেক ধরনের প্রকল্পের সুবিধা দেওয়া হয়। আপনি যদি কোন প্রকল্পে বিনিয়োগ করে ভালো সুদ গ্রহণ করতে চান তাহলে ব্যাংক এফডি এর মতোই পোস্ট অফিস এফডি আপনার জন্য খুব ভালো একটা বিকল্প। কিন্তু আপনি যদি পোস্ট অফিস এফবিতে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে। পোস্ট অফিসে আপনাকে অনলাইনে সমস্ত কাজ করার সুবিধা দেওয়া হয়। তবে পোস্ট অফিসে অনলাইনে কিভাবে কাজ করবেন সেটা আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি বাড়িতে বসে পোস্ট অফিস এফডি খুলতে পারবেন।

এভাবে অনলাইনে অ্যাকাউন্ট খুলুন

পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান সেটা আপনি নেট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে নিজের রেজিস্টার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পোস্ট অফিসের ব্যাংকিং ওয়েবসাইটে আপনি লগইন করতে পারেন। এখানে এসে আপনাকে জেনারেল সার্ভিসেস অপশনে এসে সার্ভিস রিকোয়েস্ট এ ক্লিক করতে হবে। এরপরে আপনাকে নিউ রিকোয়েস্ট অপশানে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইম ডিপোজিট একাউন্ট খোলার জন্য আবেদন করতে হবে।

এরপরে আপনাকে কিছু নথি আপলোড করতে হবে যেমন অ্যাক্টিভ সেভিংস একাউন্ট, প্যান কার্ড কেওয়াইসি নথি, অ্যাক্টিভ এ টি এম বা ডেবিট কার্ড এর তথ্য, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি। সমস্ত আবেদন পদ্ধতি সম্পূর্ণ করার পরে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য এফডি করতে পারবেন। পোস্ট অফিসে আপনাকে বিভিন্ন সময়ের জন্য ফিক্স ডিপোজিট করার সুবিধা দেওয়া হয়। তবে মেয়াদ অনুযায়ী সকল ক্ষেত্রে কিন্তু সুদের হার আলাদা আলাদা। বর্তমানে, এক বছরের এফডিতে ৬.৯%, দুই বছরের এফডিতে ৭.০%, তিন বছরের এফডিতে ৭.১% এবং ৫ বছরের এফডিতে ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। এটিতে বিনিয়োগ ১,০০০ টাকা থেকে শুরু করা যেতে পারে, সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। সুদ বার্ষিক ভিত্তিতে গণনা করা হয়।

অফলাইন অ্যাকাউন্ট খোলার উপায়

এ সাথেই আপনি কিন্তু অফলাইনে ফিক্স ডিপোজিট একাউন্ট খুলতে পারেন। এজন্য আপনাকে অফলাইনে যেকোনো নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে এর জন্য আবেদন করতে হবে। আপনাকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে পোস্ট অফিস ফিক্স ডিপোজিট খোলার জন্য সমস্ত তথ্য গ্রহণ করতে হবে। এরপরে তথ্য অনুসরণ করে আপনি অফলাইনে আপনার টাইম ডিপোজিট একাউন্ট খুলতে পারেন। আপনি একই সময়ের জন্য এখানেও অ্যাকাউন্ট করতে পারেন এবং একই সুদ আপনি পাবেন।

Related Articles

Back to top button