Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: ৪৯ বছর বয়সেও উথলে উঠছে যৌবন, অভিনেত্রীর এমন লুক সামনে এসেছে, দেখুন

Updated :  Sunday, October 23, 2022 6:57 PM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে সম্প্রতি একেবারে একটি ভিন্ন কারণে চর্চার আলোয় উঠে এসেছেন মালাইকা আরোরা।

খুব সম্প্রতি ৪৯ বছর বয়সে পা দিয়েছেন অভিনেত্রী। তবে তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা সত্যিই কঠিন, সেকথা অবশ্য আলাদা ভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে স্পষ্ট। এই বয়সেও নিজের রুপ ও সৌন্দর্য রীতিমতো ধরে রেখেছেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে, আর সেই সূত্র ধরেই আপাতত মালাইকা আরোরা নেটদুনিয়ায় নেটনাগরিকদের অধিকাংশের মাঝে চর্চায় রয়েছেন।

সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে সবসময়ের মতো আবারো বোল্ড লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। সেখানে নীল রঙের চাপা পোশাকে দেখা গিয়েছে তাকে। টিউব ব্রা কাটিং টপ ও লং চাপা স্কার্টে ছিলেন মালাইকা। সাথে নিয়েছিলেন মানানসই বড় ওড়নাও। এই লুকেই নিজের একাধিক ঝলক শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়িয়েছিল নেটদুনিয়ায়।

অনেকসময় নিজের প্রেমিক অর্জুন কাপুরের সাথে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে, সেই ঝলক মেলে তার নেটদুনিয়ার পাতাতেই। আবার অনেকসময় প্রিয় বন্ধু কারিনা কাপুরের সাথেও দেখা মিলতো তার। উল্লেখ্য সেই ঝলকও মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতায়।