Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে সৌন্দর্য্যে টেক্কা দেবে অজয় দেবগণের মেয়ে নাইসা, দেখুন তাঁর সুন্দর ছবি

Updated :  Saturday, October 29, 2022 11:13 AM

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ৮ থেকে ৮০ আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। প্রায় সকলের অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ইত্যাদি জায়গায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আমরা খবর পেয়ে যাই গোটা দেশের। সাধারণ মানুষ যেমন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক তেমনি তারকারাও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। পাশাপাশি আবার পাপ্পারাজিরা সব সময় তারকাদের লেসবন্দি করে রাখতে চান। কারণ যতই হোক না কেন তারকাদের স্টাইল স্টেটমেন্ট গোটা দেশ ফলো করে চলে।

সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে সৌন্দর্য্যে টেক্কা দেবে অজয় দেবগণের মেয়ে নাইসা, দেখুন তাঁর সুন্দর ছবি

বেশিরভাগ সময় এই বলিউড তারকারা বিভিন্ন ডিজাইনার পোশাক পরে জনসম্মখে আসেন। সম্প্রতি দিওয়ালির মরশুমে অনেক তারকাকেই সুন্দর সুন্দর ডিজাইনার পোশাকে দেখা গিয়েছে। এই বলি জগতে এখনও অভিষেক না হলেও ব্যাপক জনপ্রিয় হলেন অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন। সে বাড়ি থেকে বেরোলেই তাঁকে পাপারাজ্জিরা লেন্সবন্দি করতে শুরু করেন। এই দিওয়ালিতে নাইসার কিছু ছবি সামনে এসেছে যা দেখে রীতিমত অবাক নেট নাগরিকরা। অজয় কন্যার সৌন্দর্য্য মন জয় করে নিয়েছে সকলের। এমনকি অনেকেই বলেছেন নাইসা টেক্কা দিতে পারে বলিউডের অনেক নতুন তারকাকে।

সারা আলি খান ও জাহ্নবী কাপুরকে সৌন্দর্য্যে টেক্কা দেবে অজয় দেবগণের মেয়ে নাইসা, দেখুন তাঁর সুন্দর ছবি

আসলে দিওয়ালি উপলক্ষে অজয় দেবগন কন্যা নাইসা দেবগন সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন যেখানে উপস্থিত ছিলেন অনেক তারকাই। কিন্তু নাইসার সৌন্দর্য্য থেকে চোখ সরানো যাচ্ছিল না। হালকা নীল লেহেঙ্গা পরেছিলেন নাইসা, যাতে তাঁকে খুব সুন্দর লাগছিল। বলিউডের সুন্দরীরাও ম্লান হয়ে যাচ্ছিলেন নিয়াস দেবগনের সামনে। সেই পার্টিতে ছিলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুরও। জাহ্নবী কাপুর একটি রূপালী শাড়ি পরেছিলেন কিন্তু নিয়াসের সামনে তার সৌন্দর্য ফিকে হয়ে গিয়েছিল। সারা আলি খানও ক্রিম রঙের লেহেঙ্গা পরে হাজির হন, কিন্তু সৌন্দর্যের নিরিখে টেক্কা দিতে পারেননি নাইসাকে।