Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO : জলের মধ্যে ফেভিকুইক দিলে কি হয় জানেন! দেখলে বিশ্বাস করতে পারবেন না!

Updated :  Thursday, September 26, 2019 4:30 PM

আমরা সকলেই জানি ফ্যাবিকুইক কোন কিছু ভেঙ্গে গেলে বা ছুটে গেলে ছিঁড়ে গেলে কাজে লাগে। কিন্তু ফ্যাবিকুইক দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নানান মজাদার এক্সপেরিমেন্ট করা যায়। কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে। প্রথমে বোরিক্স পদার্থ একটা কাঁচের পাত্রে হাল্কা জল গরম করে মিশিয়ে দিতে হবে কারন গরম জলে জিনিস তাড়াতাড়ি মিশে যায়।

এরপর সাবধানতা অবলম্বন করে বোরিক্স মেশানো জলে ফ্যাবিকুইক আঁঠা ঢালুন আর দেখবেন সাথে সাথে আকাশের প্যাজা তুলোর মতন বরফের মতন হয়ে যাবে। কি সত্যি মজাদার না বাড়িতে করতে পারেন কিন্তু কিছু হলে তার জন্য আমরা দায়ী থাকবোনা।