Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rishabh -Urvashi: ভয়ঙ্কর দূর্ঘটনার কবলে ঋষভ পন্থ, কী বললেন ঊর্বশী রাউতেলার

Updated :  Friday, December 30, 2022 1:56 PM

ঋষভ পন্থের ভালো সময় হোক কিংবা খারাপ সময়, বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা সর্বদা পাশে থেকেছেন তার। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাদের নাম জড়িয়েছে। একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে যে, ঋষভ পন্থের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঊর্বশী রাউতেলা। তবে এই নিয়ে কখনো মুখ খোলেননি ঋষভ পন্থ হোক বা ঊর্বশী রাউতেলা। তবে সম্প্রতি প্রেম সম্পর্কীত বিষয়ে নয় বরং ঋষভ পন্থের অসুস্থতায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন ঊর্বশী। তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তিনি। চলুন পুরো ঘটনাটি সম্পর্কে অবগত হওয়া যাক-

আজ ভোর রাতে ভারতের নিয়মিত উইকেট রক্ষক ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জর্জরিত হয়েছে! সূত্রের খবর, দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ঋষভ পন্থ। আর পথ মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সূত্রের আরও খবর, দুর্ঘটনার ঘটনার কারণে ঋষভ পন্থের গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কপাল এবং পায়ে গুরুতর চোখে পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল পার্শ্ববর্তী হসপিটালে।
Rishabh -Urvashi: ভয়ঙ্কর দূর্ঘটনার কবলে ঋষভ পন্থ, কী বললেন ঊর্বশী রাউতেলার

সূত্রের আরও খবর, তাঁর পিঠেও গভীর আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে। তাঁর পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছবিতে। দুর্ঘটনার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। পাশাপাশি দেখা গেছে গাড়িটি আগুনে পুড়ে এক প্রকার ছাই হয়ে গিয়েছে। ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ।
Rishabh -Urvashi: ভয়ঙ্কর দূর্ঘটনার কবলে ঋষভ পন্থ, কী বললেন ঊর্বশী রাউতেলার

Rishabh -Urvashi: ভয়ঙ্কর দূর্ঘটনার কবলে ঋষভ পন্থ, কী বললেন ঊর্বশী রাউতেলার

এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঊর্বশী রাউতেলা। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “প্রার্থনা করছি”। পাশাপাশি তিনি একটি সাদা হৃদয়ের ইমোজি ব্যাবহার করে নাম উল্লেখ না করে লিখেছেন #Love, এদিকে বিষয়টি ঋষভ পন্থের জন্য করেছেন বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।