Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Cricketer’s wife: এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে ম্লান বলিউড অভিনেত্রীদের লাবণ্য! দেখুন, শীর্ষে রয়েছে কোন জুটি?

Updated :  Wednesday, January 11, 2023 1:38 PM

ভারতীয় ক্রিকেটের সাথে আদি যুগ থেকে বলিউডের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। উনবিংশ শতক থেকে শুরু করে বিংশ শতকেও একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। সংসার বেঁধেছেন তাদের সাথে। সেই তালিকায় রয়েছে ভারতের একাধিক তারকা ক্রিকেটার। আজ এমন ৫ ভারতীয় ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক, যাদের স্ত্রীরা বলিউড অভিনেত্রী না হলেও লাবণ্যে ক্যাটরিনা-ঐশ্বর্যর চেয়ে কম নন-

৫. রোহিত শর্মা: বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মার স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রিতিকা সাজদেহ এবং রোহিত শর্মা ২০১৫ সালে বিয়ে করেন। তবে বিয়ের পূর্বে রিতিকা একজন ক্রিকেটারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
Cricketer's wife: এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে ম্লান বলিউড অভিনেত্রীদের লাবণ্য! দেখুন, শীর্ষে রয়েছে কোন জুটি?

৪. হার্দিক পান্ডিয়া: রূপে-লাবণ্যে যেকোনো বলিউড অভিনেত্রী তুচ্ছ হার্দিক পান্ডিয়ার স্ত্রীর সৌন্দর্যের সামনে। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশার সৌন্দর্যে ক্লিনবোল্ড হয়নি এমন পুরুষের সংখ্যা নগণ্য। যদিও বিয়ের আগে নাতাশা মাতৃত্বের স্বাদ উপভোগ করেছিলেন, তবুও তার সৌন্দর্যে মুগ্ধ লাখো নেট প্রেমিরা।
Cricketer's wife: এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে ম্লান বলিউড অভিনেত্রীদের লাবণ্য! দেখুন, শীর্ষে রয়েছে কোন জুটি?

৩. যুজবেন্দ্র চাহাল: ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহারের স্ত্রী ধনশ্রী এই মুহূর্তে নিজের সৌন্দর্য দিয়ে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করে রেখেছেন। আপনাদের জানিয়ে রাখি, ধনশ্রী ইনস্টাগ্রামে এ বেশ সক্রিয় এবং তিনি তার দৈনন্দিন কর্মকান্ডের খন্ড চিত্র সর্বদা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। পৃথিবীর সেরা দশ ক্রিকেটারের স্ত্রীর কথা আলোচিত হলে অবশ্যই তার মধ্যে নাম থাকবে ধনশ্রীর।
Cricketer's wife: এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে ম্লান বলিউড অভিনেত্রীদের লাবণ্য! দেখুন, শীর্ষে রয়েছে কোন জুটি?

২. ঈশান কিষাণ: ভারতীয় ক্রিকেটার ঈশান কিশাণ যদিও এখন বিবাহবন্ধনে আবদ্ধ হননি, তবুও তিনি তার বান্ধবী অদিতি হুন্দিয়ার জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। এমনকি বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় যে, খুব শীঘ্রই অদিতির সাথে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। যদি সৌন্দর্যের কথা বলতে হয়, তবে ইনস্টাগ্রামে অদিতির অনুগামীর সংখ্যা দেখলে সহজেই ধারণা করা সম্ভব।
Cricketer's wife: এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে ম্লান বলিউড অভিনেত্রীদের লাবণ্য! দেখুন, শীর্ষে রয়েছে কোন জুটি?

১. ঋষভ পন্থ: ভারতের তারকা উইকেট রক্ষক ঋষভ পন্থ বর্তমানে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে হসপিটালে ভর্তি রয়েছেন। দিল্লির একটি বেসরকারি হসপিটালে তার পায়ে অস্ত্র পাচার করা হয়েছে। যদি রূপের দিক থেকে বিচার করা হয়, সেক্ষেত্রে অন্যদের চেয়েও বেশ কিছুটা এগিয়ে রয়েছে ভারতীয় উইকেট রক্ষকের বান্ধবী ঈশা নেগি। ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ সর্বদা তার সম্পর্ক নিয়ে সতর্ক ছিলেন। কখনোই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি আড়াল করার চেষ্টা করেননি। উল্লেখ্য, ঈশা নেগির ছবি যখন থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তখন থেকে তার সৌন্দর্যে ক্লিনবোল্ড হয়েছেন কোটি কোটি যুবক।
Cricketer's wife: এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে ম্লান বলিউড অভিনেত্রীদের লাবণ্য! দেখুন, শীর্ষে রয়েছে কোন জুটি?