Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জয়া বচ্চন এই শর্তে রাজি হলে অভিষেক বচ্চনের স্ত্রী হতেন বলিউডের এই সুন্দরী, দেখুন ছবি

Updated :  Friday, January 13, 2023 9:27 AM

৯০’এর দশকের অন্যতম দুই জনপ্রিয় তারকা হলেন কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চন। ছোট থেকে দুজনেই তারকা সন্তান হিসেবেই বড় হয়েছেন। তবে বলাই বাহুল্য, সেইসময় অভিষেক বচ্চনের তুলনায় বড়পর্দায় অনেক বেশি সাফল্য অর্জন করেছিলেন অভিনেত্রী। একের পর এক হিট উপহার দিয়েছিলেন নিজের দর্শকদের। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।

ঐ সময়েই কারিশ্মা কাপুরের সাথে নাম জড়িয়েছিল অভিষেক বচ্চনের। মিডিয়ার পাতায় সেইসময় তাদের নিয়ে কম চর্চা হয়নি। এমনকি সেইসময় তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। তবে শেষপর্যন্ত তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি, ভেঙে গিয়েছিল তার আগেই। শোনা যায় জয়া বচ্চনের কারণেই সম্পর্ক ভেঙেছিল অভিষেক-কারিশ্মার। এমন কি করেছিলেন অমিতাভ ঘরনি?

শোনা যায়, কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের বিয়ের আগে জয়া বচ্চন শর্ত রেখেছিলেন যে বিয়ের পর কারিশ্মাকে অভিনয় জগৎ থেকে সরে আসতে হবে। তবে সেইসময় কারিশ্মা নিজের কেরিয়ারের শিখরে ছিলেন। আর সেই কারণবশতই তিনি জয়া বচ্চনের দেওয়া এই শর্ত মেনে নেননি। আর যার ফলে বিয়ের আগেই বিয়ে ভেঙে যায় এই দুই তারকার।

জয়া বচ্চন এই শর্তে রাজি হলে অভিষেক বচ্চনের স্ত্রী হতেন বলিউডের এই সুন্দরী, দেখুন ছবি

তবে তাদের বিয়ে ভেঙে যাওয়ার আরেকটি কারণও শোনা যায় মিডিয়ার সূত্র ধরেই। জানা যায়, বিয়ের আগে কারিশ্মার মাও বচ্চন পরিবারের কাছে একটি শর্ত রেখেছিলেন। আর সেই শর্তে তিনি বলেছিলেন বিয়ের আগেই অভিষেক বচ্চনের নামে সম্পত্তির বেশ কিছু অংশ লিখে দিতে হবে। আর সেই শর্ত খুব স্বাভাবিকভাবেই মেনে নেয়নি বচ্চন পরিবার। যার ফলস্বরূপ বিচ্ছেদ হয়েছিল তাদের।

উল্লেখ্য, পরবর্তীকালে সুঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে সেই বিবাহ টেকেনি খুব বেশিদিন। নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণেই একে অপরের থেকে বিচ্ছেদ নিয়েছিলেন তারা। বর্তমানে নিজের তিন সন্তানকে সাথে নিয়েই আলাদা থাকেন অভিনেত্রী। পাশাপাশি ঐশ্বর্য রায় বচ্চনের সাথে নিজেদের মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখেই রয়েছেন অভিষেক বচ্চন। যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।