কয়েকদিন আগেই আফ্রিকান সাফারিতে গিয়েছিলেন বলিউডের হট কাপল আলিয়া ভাট ও রানবীর কাপুর। সেখানেই আলিয়ার সাথে ক্যামেরা বন্দী হয়েছিলেন রনবীর। সেখানকারই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আলিয়া এবং ক্যাপসনে “হ্যাপি বার্থডে তুমি” এই নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়, তারা কি প্রেম করছেন।
প্রশ্নের মুখে পড়ে তারা তা নিয়ে হ্যা না বললেও না বলেলনি। প্রিয় মানুষের জন্মদিনে এসে স্পেশাল কিছু তো করতেই হবে। তেমনটাই বক্তব্য। আবার সেই ছবির কমেন্ট বক্সে আলিয়ার মা ও রনবীর কে শুভেচ্ছা জানিয়েছেন। তা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained