মধ্যবিত্ত পরিবার মানেই ডাল ভাত খাই বা নুন ভাত খাই শান্তিটাই আসল। মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট জিনিসের মাধ্যমে জীবনের বড়ো আনন্দ বা সুখ পাবার যে অভিপ্রায় সেটা আরো একবার প্রমাণ হয় গেলো। তবে এবার এমন একটি ছোট মেয়ে ও তার বাবার খুনসুটির সাক্ষী হতে চলেছেন আপনারা যা আপনাদের দর্শকবৃন্দ কে মুগ্ধ করবেই। দেবীপক্ষের সূচনা ও মহালয়ার শুভ নির্ঘণ্ট তে অসুর সেজে বাবা ও দুর্গা সেজে ছোট মেয়ের নিষ্পাপ খুনসুটির সাথে এক অন্য রকম অনুভুতি ও অভিজ্ঞতার সাক্ষী হবেন। রইলো ভিডিও
মেয়ে যখন দূর্গা, আর বাবা অসুর! দেখুন ছোট মেয়ের মহালয়ার ভিডিও!

Updated : Monday, September 30, 2019 9:51 AM













