Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Prithvi Shaw: প্রেম দিবসে ‘ওয়াইফি’র সঙ্গে ছবি পোস্ট করেই ডিলিট করলেন পৃথ্বী শ! স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated :  Wednesday, February 15, 2023 11:15 AM

গতকাল ‘বিশ্বপ্রেম’ দিবসে ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ এমন একটি কাজ করেছেন যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। স্বাভাবিক কারণেই সেই সিরিজ থেকে ছুটি পেয়েছেন ওপেনার পৃথ্বী শ। তাই বর্তমানে স্বাভাবিকভাবে জীবন যাপনে ব্যস্ত রয়েছেন তিনি।

বিগত বেশ কয়েকদিন ধরে ভারতের মডেল ও অভিনেত্রী নিধি তাপাড়িয়ার সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। বিভিন্ন স্থানে ইতিপূর্বে একত্রে দেখা গেছে এই জুটিকে। তবে এদিন বিশ্বপ্রেম দিবসে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধারণা করা হচ্ছে, দিনটি একত্রে উদযাপন করেছেন পৃথ্বী শ এবং নিধি তাপাডিয়া। ছবিটি পৃথ্বী শ নিজেই তার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। তবে কয়েক মিনিট পর সেটি ডিলিট করে দেন ভারতীয় এই ক্রিকেটার।

তবে তার আগে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ছবিটির স্ক্রিনশট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ছবিটির ক্যাপশনে পৃথ্বী শ লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইস মাই ওয়াইফি’। পাশাপাশি ছবিটি পোস্ট করার সময় অভিনেত্রী নিধি তাপাড়িয়াকে ট্যাগ করেছেন তিনি। তবে ইনস্টাগ্রামে শেয়ার করার কিছুক্ষণ পর নিজেই সেই ছবিটি ডিলিট করে দেন পৃথ্বী শ।

যদিও ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবিটি পৃথ্বী শ শেয়ার করেননি বলে দাবি করছেন তিনি। তিনি বলেন, ‘কেউ এডিট করে ফলস্ অ্যাকাউন্ট থেকে এই ধরনের ছবি পোস্ট করেছেন।’ তবে ভারতীয় ক্রিকেটারের এমন আবদার মেনে নিতে নারাজ নেট প্রেমীরা। আপাতত এমন ছবি নিয়েই চর্চা করতে বেশ পছন্দ করছেন তারা। তবে প্রকাশ্যে আসুক বা না আসুক ভারতীয় মডেল নিধি তাপাডিয়ার সঙ্গে যে পৃথ্বী শ-র একটি যোগসূত্র রয়েছে তা অস্বীকার করতে নারাজ সমস্ত নেট প্রেমিরা।