এবার নিজের বিয়ের হলদি অনুষ্ঠানে নিচে আসর গরম করলেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর। সম্প্রতি কে এল রাহুল এবং অক্ষর প্যাটেলের সাত পাকে বাঁধা পড়তে দেখে আর অপেক্ষায় দিন গুনতে মোটেও রাজি নন ভারতীয় এই ক্রিকেটার। আপনাদের জানিয়ে রাখি, শার্দুল ঠাকুর ২০২১ সালের নভেম্বরে মিতালির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। তবে করোনার কারণে বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিতে হয়েছিল তাকে। তবে এতদিনে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল মিতালির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন শার্দুল ঠাকুর।
তবে বিয়ের আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। যে ভিডিওতে শার্দুল ঠাকুরকে গায়ে হলদি অনুষ্ঠানে উদ্দাম নাচতে দেখা গেছে। আপনাদের জানিয়ে রাখি, শার্দুল ঠাকুরের হবু স্ত্রী মিতালী পারুলকার কোন বলিউড অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী নন। শার্দূন ঠাকুরের বহুদিনের বান্ধবী মিতালী বর্তমানে একটি বেকারি কোম্পানি চালান। দীর্ঘদিন ধরে মডেল হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া কয়েকটি বড় কোম্পানিতে সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালে মিতালীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন শার্দুল ঠাকুর। তবে করোনার কারণে নানা কম বাধার নিষেধ থাকায় বিয়ে পিছিয়ে দেন এই দম্পতি। গোয়ার সমুদ্র তীরে বিয়ে করার ইচ্ছা থাকলেও বর্তমানে বাধ্য হয়ে মুম্বাইয়ে বিয়ের আসর বসাতে চলেছেন শার্দুল ঠাকুর। শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকার দরুন খুবই কম অতিথি উপস্থিত থাকবে তার বিয়েতে।
তবে পরিবারের লোকজন এবং নিকটতম আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মুম্বাইয়ের বিলাসবহুল অনুষ্ঠান গৃহে তাদের বিবাহ সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, হলদি অনুষ্ঠানে মারাঠি গানে হলুদ পাঞ্জাবি পরে শার্দুল ঠাকুরকে উদ্দাম নাচতে দেখা গেছে। যে ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেট প্রেমীরা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside