Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাঁধ থেকে পোশাক নামিয়েই ক্যামেরার সামনে দিব্যা, ঘুম উড়েছে ভক্তদের (PHOTOS)

দিব্যা আগারওয়াল হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ। ২০১৭ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন দিব্যা।…

Avatar

দিব্যা আগারওয়াল হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ। ২০১৭ সাল থেকে এই অভিনয় দুনিয়ায় রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন দিব্যা। এমটিভির পর্দাতেই প্রথম দেখা মিলেছিল তার। এমটিভি স্পিল্টভিলা ১০, এস অফ স্পেস, বিগ বস ওটিটির মঞ্চে দিব্যি আগরওয়ালের উপস্থিতি নজর কেড়েছিল সকলের। বলাই বাহুল্য, এই তিন মঞ্চ থেকেই সাধারণ দর্শকদের মাঝে নিজের জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলেছিলেন অভিনেত্রী। তবে আপাতত নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই চর্চিত হন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি থেকে থেকেই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিয়ে থাকেন দিব্যা আগরওয়াল। অবশ্য সেই ফটোশুটের একাধিক ঝলক নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেন তিনি। খুব স্বাভাবিকভাবেই যা কোন মতেই নজর এড়ায় না নেটজনতার একাংশের। এই মুহূর্তে তার তেমনই এক বোল্ড ঝলকের সূত্র ধরে ঘুম উড়েছে একাংশের। উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে অফশোল্ডার হাই থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। হলুদ টিউব ব্রায়ের সাথে ফ্লোরাল প্রিন্টের হাই থাই স্লিটেড স্কার্টে ছিলেন অভিনেত্রী। সবুজ ফ্লোলার প্রিন্টের এই পোশাকে এদিন কাঁধ থেকে নামিয়েই ক্যামেরার সামনে হাজির ছিলেন তিনি। এই বেশে মানানসই অলংকারে নুড মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন ডার্ক নুড শেডের লিপস্টিকও। স্মোকি আই মেকাপে অভিনেত্রীর চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট, যা তার অনুরাগীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। অবশ্য সেইসমস্ত প্রতিক্রিয়া অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।

About Author