Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭১ বছর বয়সে এমন বোল্ড ফটোশুট করলেন Zeenat Aman, ছবি দেখলে চোখ বিশ্বাস করবে না

Updated :  Sunday, April 23, 2023 9:50 AM

৭০ দশকের অন্যতম প্রথম সারির সুন্দরী অভিনেত্রী জিনাত আমান। একেবারে শুরুর সময় থেকেই সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তবে মাঝে বেশ দীর্ঘসময় পর্দা থেকে দূরে থাকলেও, আবারো ধীরে ধীরে মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠছেন তিনি। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বোল্ড ফটোশুটের ঝলকের সূত্র ধরেই চর্চায়।

খুব সম্প্রতি ইনস্টাগ্রামে পা রেখেছেন অভিনেত্রী। আর ইনস্টার পাতায় পা রাখতেই সকলের ঘুম উড়িয়েছেন তিনি। ৭১ বছর বয়সে পা দিয়েও সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিচ্ছেন একাধিক বলি ডিভাকে। দেখা দিচ্ছেন একাধিক রিয়্যালিটি শোয়ের মঞ্চেও। তবে এই মুহূর্তে নিজের বোল্ড ঝলক শেয়ার করে নিয়েই সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। তাক লাগিয়ে দিয়েছেন গোটা নেটদুনিয়াকে। ৭১ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখে হৃদস্পন্দন বেড়েছে তার ভক্তদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার দুই ধরনের লুক ভাইরাল হতে দেখা গিয়েছে। একটি ঝলকে সাদা শার্টে দেখা দিয়েছেন অভিনেত্রী। সাথে সোনালী বর্ডার দেওয়া গোল চশমা ও মানানসই গোল্ডেন জুয়েলারিও পরেছিলেন তিনি। এই ছবিতে সবথেকে বেশি নজর কেড়েছে তার ছবি লাগানো লকেট। বলাই বাহুল্য, এদিন অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না নেটজনতার একাংশ। অবশ্য সেই মুগ্ধতার ঝলক রয়েছে ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সেই।

পাশাপাশি এই ঝলকে অভিনেত্রীকে সাদা টপের সাথে কালো ব্লেজারে দেখা গিয়েছিল। এখানেও মানানসই গোল্ডেন জুয়েলারির পাশাপাশি পরেছিলেন মানানসই চশমা। ঠোঁটে বজায় রেখেছিলেন সেই ভুবন ভোলানো হাসিও। এক্ষেত্রেও নিজের গলার ছবি লাগানো লকেটটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। হাতে নিয়ে তুলেছেন ছবিও। নিঃসন্দেহে বলা চলে অভিনেত্রীর এই লকেট বেজায় পছন্দ হয়েছে তার ভক্তদেরও।

উল্লেখ্য, অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ফটোশুটের ঝলক একটি নামি জুয়েলারি সংস্থার প্রচারের খাতিরেই তোলা হয়েছিল। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। ‘মিসো ডিজাইনস্’এর সাথে কোলাবোরেশনেই নিজের প্রতিটি ঝলক নেটমাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তার উল্লেখ অবশ্য রয়েছে ক্যাপশনেও।