হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, শক্তিশালী অস্ট্রেলিয়ার পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছরের জুনে সুদুর ইংল্যান্ডের মাটিতে অজিদের বিপক্ষে বিশ্বজয়ের জন্য লড়াই করবে বিরাট কোহলিরা। তবে এরই মধ্যে ভারতের একাধিক তারকা ক্রিকেটার চোটের কারণে দলছাড়া হয়েছেন। ফলশ্রুতিতে বিপদে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা তারকা বোলার জসপ্রিত বুমরাহ এবং তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে হারিয়ে ইতিমধ্যেই বিপদে পড়েছে টিম ইন্ডিয়া।
এবার আরেক তারকা অলরাউন্ডারকে হারানোর ভয়ে দুশ্চিন্তায় দিন যাপন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সামান্য চোটের কারণে বিগত কয়েকদিন ধরে দলের বাইরে ছিলেন শার্দুল ঠাকুর। দলের জন্য ব্যাট হতে মাঠে নামলেও এখনো পর্যন্ত বোলিং করতে দেখা যায়নি তাকে। ভারতের তারকা ডেথ বোলারের হাতে বল না থাকার কারণে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি চোটের কারণে আইপিএলে বোলিং করছেন না তিনি? কারণ, দলে তার উপস্থিতিতেও কলকাতার নাইট রাইডার্সের জন্য বোলিং করতে দেখা যাচ্ছে না শার্দুল ঠাকুরকে।

গতকাল গুজরাটের বিপক্ষে তৃতীয় নম্বরে ব্যাটিং করতে নামলেও একটি বল করতে দেখা যায়নি শার্দুল ঠাকুরকে। ম্যাচ শেষে নাইট শিবিরের এক কর্মকর্তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে দলের কোচ এবং অধিনায়ক সম্পূর্ণ তথ্য দিতে পারবেন। তবে আমার মনে হয়, খেলার মাঠে আমাদের অধিনায়ক তার বোলিং কাজে লাগাতে চাননি। হয়তো এটাই ছিল তার পরিকল্পনা। তবে আমি যতদূর জানি, শার্দুল ঠাকুর বর্তমানে সুস্থ এবং ফিট রয়েছেন। নিশ্চয়ই আগামী ম্যাচে তাকে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতেও দেখা যাবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside