বলিউডবিনোদন

মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে এমন ছবি শেয়ার করলেন Monalisa, ছবি দেখে গলে যাবেন ভক্তরা

Advertisement

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথেও আপাতত চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

এই মুহূর্তে মালদ্বীপের বিচ থেকে নিজের দুটি ঝলক শেয়ার করে নিয়েছেন মোনালিসা। এই ঝলকে মনোকিনিতেই দেখা মিলেছে তার। বাঁধা চুলে কোমরে সাদা স্কার্ফও বেঁধেছিলেন তিনি। ঝলকে বিনা মেকাপ লুকেই ছিলেন অভিনেত্রী। শুধুমাত্র হালকা লিপস্টিক পরেছিলেন তিনি। শেয়ার করে নেওয়া ঝলকে মোনালিসাকে বিচে বালিতে দাঁড়িয়েই পোজ দিতে দেখা গিয়েছে। আর এটি যে বিক্রান্তের তোলা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণ তার সাথেই একান্ত সময় কাটাতে মালদ্বীপে গিয়েছিলেন অভিনেত্রী। তবে এই ঝলক যে বেশ কিছু সময় আগেকার, তা অভিনেত্রীর ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে অভিনেত্রী যে এই মুহূর্তে নিজের শেয়ার করে নেওয়া মনোকিনি লুক দিয়েই নিজের ভক্তমহলের একাংশের হুঁশ উড়িয়েছেন, তা আর আলাদাভাবে বলার নয়।

Related Articles

Back to top button