Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: পবন সিং এর সঙ্গে এক খাটে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, উষ্ণ রসায়নে কাবু দর্শকরা

মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস একজন আপাদমস্তক বাঙালি। যদিও তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন পাকা খেলোয়াড়। স‌ংস্কৃতে স্নাতক এই বঙ্গতনয়া বলিউডে পা রাখেন ‘ব্ল্যাকমেল’ ছবি দিয়ে। এরপরেই বিগ বস ১০ এর ঘরে…

Avatar

মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস একজন আপাদমস্তক বাঙালি। যদিও তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন পাকা খেলোয়াড়। স‌ংস্কৃতে স্নাতক এই বঙ্গতনয়া বলিউডে পা রাখেন ‘ব্ল্যাকমেল’ ছবি দিয়ে। এরপরেই বিগ বস ১০ এর ঘরে প্রতিযোগী হয়ে যান। একে একে অনেকে চিনতে শুরু করে মোনালিসাকে। এরপর, তিনি একটি একটা ওড়িয়া বিজ্ঞাপনী ছবি করেন। তখন থেকেই ভোজপুরী ইন্ডাস্ট্রির নজরে আসেন অন্তরা। রাতারাতি হয়ে ওঠেন হট মোনালিসা (Monalisa)।

শুধু ভোজপুরী ইন্ডাস্ট্রিতে নয়, বেশ কিছু হিট হিন্দি ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন অন্তরা ওরফে মোনালিসা। এমনকি বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু তে তিনি ছিলেন হট অ্যান্ড বোল্ড ঝুমা বৌদি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মোনালিসা। প্রায় সময় নিজের বিভিন্ন মুডের ছবি পোস্ট করেন। কখনো বোল্ড ছবি দিয়ে ইনস্টাগ্রাম পেজ গরম করে তোলেন তো কখনো মজাদার ভিডিও বানিয়ে দর্শক টানেন। সম্প্রতি, অভিনেত্রী মোনালিসার একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত তাঁর পুরনো গানের ভিডিওটি লক্ষ লক্ষ লাইক পেয়েছে এবং এই পরিসংখ্যান ক্রমাগত বাড়ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘মুয়াই দিহালা রাজা জি’ (Muaai Dihala Rajaji) গানে কিলার মুভ দিতে দেখা যায় মোনালিসাকে। ভিডিওতে দেখা যাচ্ছে মোনালিসা ও অভিনেতা পবন সিং একই খাটে একই চাদরের তলায় শুয়ে রোম্যান্স করছেন। মোনালিসার পরনে লাল ডিপ নেক ব্লাউজ আর লাল শাড়ি। পবন সিং এর রোম্যান্টিক দুষ্টুমিতে মোনালিসার শাড়ি বারবার খুলে যাচ্ছে। দুজনেই হট মুভস দিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে রেখেছেন।

মোনালিসা ভোজপুরি সিনেমাকে একাধিক হিট ছবি এবং অনেক সুপারহিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন। তাঁর কিলার লুক ও লাস্যময়ী শরীর দর্শকদের একস্ট্রা ক্যালরি বার্ন করতে সাহায্য করে। যারা ভোজপুরি দুনিয়ায় দর্শক তাদের কাছে মোনালিসা একজন লাস্যময়ী সুন্দরী স্টার, যার কিলার লুকে বোল্ড আউট সকলে।

About Author