Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gadar 2: পাকিস্তানের জামাই তারা সিং ফিরছে, অ্যাকশন-প্যাকড অবতার নিয়ে হাজির Sunny Deol

Updated :  Monday, June 12, 2023 9:21 PM

ফের অ্যাকশন-প্যাকড অবতারে ফিরছেন পাকিস্তানের জামাই তারা সিং ওরফে সানি দেওল। মুক্তি পেতে চলেছে ‘গদর: এক প্রেম কথা’র দ্বিতীয় পার্ট। বহু অপেক্ষিত দর্শকদের কাছে এখন গদর ২ এর টিজার (Gadar 2 Teaser )হাতের সামনে।

আগামী ১১ ই আগস্ট মুক্তি পাবে ‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েল ( Sunny Deol and Ameesha Patel’s Gadar 2 teaser)। অধীর অপেক্ষায় আছে দর্শকরা। বহু বছর পর রোম্যান্টিক ঘরানার ছবি মুক্তি পেতে চলেছে। ২০০১ এ মুক্তি পায় অনিল শর্মার ছবি ‘গদর: এক প্রেম কথা’। অ্যাকশন, রোম্যান্স, দেশপ্রেমে ভরপুর ছিল সেই ছবি। সেই পুরোনো ম্যাজিক নিয়ে ফের জুটি বাঁধছেন সানি ও আমিশা।

প্রায় দুই দশক পর একই জুটি একই গল্পের দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হচ্ছে, এতেই সিনেমার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়েছে। ২০০১ এ মুক্তি পাওয়া গদর এর গান এখনও লোকের মুখে মুখে ঘোরে, এখনও তারা সিং ও সাকিনার প্রেম তাজা মানুষের মনে। তাহলে কি সেই পুরনো ম্যাজিক ফের মানুষের মন জয় করতে চলেছে? এখনও পর্যন্ত, টিজার যারা দেখেছেন তাদের মতে এই সিনেমা সেই পুরনো রসায়ন নিয়ে আবারও মন ছুঁয়ে যাবে। বাকি গল্প দেখা যাবে বড় পর্দায় আগামী ১১ ই আগস্ট।

উল্লেখ্য, এই সিনেমার দ্বিতীয় ভাগে তারা সিং ও সাকিনার ছেলেকে গুরুত্বপূর্ন ভূমিকায় দেখানো হবে। এখানে ছেলের ভূমিকায় অভিনয় করছেন উৎকর্ষ শর্মা। টিজার দেখে বোঝা যাচ্ছে ‘ঘর আজা পরদেশী’ গানটি থাকছে, পাশাপাশি গীতার শ্লোকের কিছু অংশ উচ্চারণ হতেও শোনা গিয়েছে। এখন দেখার বিষয়, কতটা মন জয় করতে পারবে গদর ২. দেখুন বহু অপেক্ষিত টিজার।