Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Actress: সুইমিং স্যুটেই গোটা সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা বাড়ালেন এই পাঁচ ভোজপুরি অভিনেত্রী

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এখন বর্তমান প্রজন্মের কাছে বেশ ভালোই পরিচিত, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা এখন পরিচিত সকলের…

Avatar

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এখন বর্তমান প্রজন্মের কাছে বেশ ভালোই পরিচিত, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা এখন পরিচিত সকলের কাছেই। তাদের বোল্ডনেস রীতিমতো টেক্কা দেয় টলিউডের পাশাপাশি বলিউডের অভিনেত্রীদেরও। তার একাধিক ঝলক অবশ্য পর্দাতেই মেলে। তবে এই মুহূর্তে ভোজপুরি ইন্ডাস্ট্রির পাঁচ অভিনেত্রী নিজেদের সুইমিং লুককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চিত হচ্ছেন।‌ রইল ঝলক।

Photo

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) আম্রপালি দুবে: ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির, সুন্দরী অভিনেত্রী তিনি। পর্দায় শুরুর সময় থেকেই বোল্ড অভিনেত্রী হিসেবে পরিচিতি তার। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের সাথে সাহসী দৃশ্যে দেখা মিলেছে আম্রপালী দুবে। তার অভিনীত ছবিগুলিতে নজর রাখলেই সেইসমস্ত ঝলক চোখে পড়বে। তবে আপাতত নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া সুইমিং লুকের সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে জলকেলিতে মত্ত থাকতে দেখা গিয়েছে। কখনো সুইমিং পুলে দাঁড়িয়ে, আবার কখনো জল থেকে ওঠার সময়ই দিয়েছেন পোজ।

২) নম্রতা মাল্লা: ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বোল্ড প্রথম সারির অভিনেত্রী নম্রতা। প্রায়ই ক্যামেরার সামনে বিকিনি লুকে হাজির হন অভিনেত্রী। হাজির হন সুইমিং স্যুটেও। তবে সম্প্রতি অভিনেত্রী ভাইরাল হওয়া ঝলকে তাকে লাল-কালো বিকিনিতেই দেখা গিয়েছে। খোলা চুলে, নুড মেকাপে, নিজের টোনড বডি শো-অফ করেছিলেন অভিনেত্রী। স্মোকি আইজে কোমরে একটি সাদা প্রিন্টেড স্কার্ফও বেঁধেছিলেন তিনি। আপাতত, তার সেই ঝলক ভাইরাল হতেই চর্চিত নম্রতা।

৩) মোনালিসা: ভোজপুরি ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউড ও হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত প্রথম সারির অভিনেত্রী মোনালিসা। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও বেশ সাহসী এই অভিনেত্রী। এই মুহূর্তে তার যে ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, সেটি গোয়াতে বিক্রান্তের সাথে ছুটি কাটাতে গিয়েই তুলেছিলেন অভিনেত্রী। ঝলকে বিনা মেকাপ লুকে, সমুদ্র সৈকতেই নীল সুইমিং স্যুটে পোজ দিতে দেখা গিয়েছিল তাকে। আপাতত, সেই ঝলকই নেটজনতার একাংশের মাঝে অভিনেত্রীকে চর্চার আলোয় নিয়ে এসেছে।

৪) অক্ষরা সিং: ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম অক্ষরা সিং। নিজের অভিনীত একাধিক ছবিতে অজস্র সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। শুধুমাত্র পর্দাতেই নয়, নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও প্রায়ই উষ্ণতা ছড়াতে দেখা যায় তাকে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে তাকে একটি বিলাসবহুল ক্রুজে সমুদ্রবক্ষে স্নানঘরের পোশাকেই দেখা গিয়েছে। এই রূপেও যে তিনি রীতিমতো নিজের ভক্তদের মনের তাপমাত্রা বাড়িয়েছেন, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

৫) পুনাম পান্ডে: ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেত্রী তিনি। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশিরভাগ সময়ই সাহসী বেশে ধরা দান অভিনেত্রী। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর যে ঝলক ভাইরাল হয়েছে, সেখানে তাকে ভিজে চুলে কালো মনোকিনিতে দেখা গিয়েছে। এদিনও যে তিনি রীতিমতো গোটা নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে ছিলেন, তা অভিনেত্রীর ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

About Author