Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tamannaah-Vijay Relationship: ‘তুমি আমার সুখের জায়গা’, বিজয়ের সাথে প্রেমে সিলমোহর অভিনেত্রী তামান্নার

Updated :  Tuesday, June 13, 2023 11:37 AM

গুঞ্জন হল সত্যি। প্রেমের জোয়ারে হাবুডুবু খাচ্ছেন‘বাহুবলী’ নায়িকা তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)। সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন তামান্না, এবারে সকলের সামনে প্রেমের দলিলে সিলমোহর দিলেন তিনি। কে সেই হ্যান্ডসাম যার প্রেমে মশগুল অভিনেত্রী?

কিছুদিন আগেই তামান্নার একটি কিসিং ভিডিও ফাঁস হয়। ওই ভিডিওতে তিনি যার সঙ্গে চুম্বনে মত্ত ছিলেন সেই বিজয় বার্মার (Vijay Varma) সঙ্গে প্রেমের জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু চুম্বন নয়, অভিনেতা বিজয়ের সঙ্গে একাধিকবার নানান ডিনার ডেটে, এয়ারপোর্ট দেখতে পাওয়া গিয়েছে। এতদিন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন অভিনেত্রী। এবারে সকলের সামনে প্রেমিকের নাম ঘোষণা অভিনেত্রীর।

হায়দ্রাবাদে একজন থিয়েটার শিল্পী হিসাবে অভিনয় যাত্রা শুরু করেছিলেন বিজয়, এরপর তাকে বহু হিন্দি সিনেমায় দেখা যায়। বিশেষত, পিঙ্ক (2016) সিনেমা দিয়ে বিশেষ পরিচিতি পান। পরবর্তীতে একাধিক সিরিজ ও সিনেমায় তাকে দেখা গিয়েছে। সম্প্রতি, বাহুবলী খ্যাত নায়িকা তামান্না’র সঙ্গে রসায়নে মজেছেন অভিনেতা বিজয়।

Tamannaah-Vijay Relationship: 'তুমি আমার সুখের জায়গা', বিজয়ের সাথে প্রেমে সিলমোহর অভিনেত্রী তামান্নার

সাউথ ইন্ডাস্ট্রিতে তামান্না অন্যতম সফল অভিনেত্রী। সেই অভিনেত্রী এবারে নিজের মুখে স্বীকার করে নিলেন ব্যাক্তিগত জীবনের সেরা মানুষটির কথা। এক সাক্ষাৎকারে তামান্না জানান, “বিজয় এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি।” এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করে বলেন, “সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তাঁরা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কিনা অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।”