Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নীচে কিছু না পরে অস্বস্তিকর লাগছিল নায়িকাকে, নির্লজ্জতা এড়াতে হাত দিয়ে শরীরের এই অংশ ঢাকলেন Rashmika Mandana

Updated :  Wednesday, June 21, 2023 4:52 PM

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১’এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি পর্দার শ্রীভাল্লী অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী ও ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

বেশ কিছুসময় আগে মুম্বাইয়ে দেখা মিলেছিল রশ্মিকার। খুব সম্ভবত কোন সাক্ষাৎকারের সূত্রেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। কারণ বেশ কিছু কাজের সূত্র ধরে ইতিমধ্যেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী। দর্শকদের কাছে তিনি তাদের অন্যতম ক্রাশ। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নিজের একাধিক ছোট পোশাকের জন্যই উপস্ মোমেন্টের শিকার হয়েছিলেন তিনি। আপাতত, সেই প্রসঙ্গের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় কটাক্ষের মুখে রশ্মিকা।

প্রায়সময়ই অভিনেত্রীকে অতিরিক্ত ছোট পোশাকে প্যান্টলেস লুকেই দেখা যায় ক্যামেরার সামনে। অনেকসময়ে মাত্র একটি ওভার সাইজ টি-শার্টেই হাজির হয়ে যান এয়ারপোর্টে। আবার কখনো সাদা-গোলাপি শর্ট ড্রেসের সাথে একই ধরনের ডিজাইনার ওভার সাইজ শার্ট পরে নেন তিনি। পাশাপাশি পোজ দেন পাপারাজিৎদের সামনেও। কয়েকদিন আগে অভিনেত্রীর ইন্টারভিউয়ের এক ঝলক ভাইরাল হয়েছিল, যেখানে তাকে হলুদ রঙের একটি অতিরিক্ত ছোট পোশাকে দেখা গিয়েছিল। আর যার জন্য ক্যামেরার সামনেই ক্ষণিকের জন্য হলেও অস্বস্তিতে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে এই ধরনের পরিস্থিতি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হওয়ার সুবাদে দক্ষতার সাথেই সামলে নিতে জানেন তিনি, তা বারবার প্রমাণিত।

উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী আসন্ন ‘পুষ্পা ২’এর সূত্র ধরেই মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এপ্রিল মাসের শুরুতেই প্রকাশ পেয়েছে ‘পুষ্পা ২’এর ট্রেলার, যা দেখে রীতিমতো অধৈর্য হয়ে পড়েছেন পুষ্পা ভক্তরা। এই মুহূর্তে সেই ছবি মুক্তির অপেক্ষাতেই দিন গুণছেন তারা। সব ঠিকঠাক চললে ২০২৪-এই মুক্তি পাবে এই ছবি।