Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউড অভিনেত্রীর থেকে কম নয় সানি দেওলের ভাগ্নি, সিনেমা থেকে দূরে থেকে এই কাজ করেন

Updated :  Wednesday, June 21, 2023 9:59 PM

বলিউডের দিকে তাকালে দেখা যাবে আজকাল স্টার কিডরাই বড় পর্দা দখল করে বসে রয়েছে। ৮০,৯০ দশকের অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক বা প্রযোজকদের ছেলে মেয়েরাই এখন করে কম্মে খাচ্ছে, তবে এর মধ্যে থেকে এমনও অনেকে আছেন যারা সিনে ইন্ডাস্ট্রি থেকে দশ হাত দূরে আছেন, যারা লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরত্ব রেখে চলেন, সেরকমই একজন হলেন সানি দেওলের ভাগ্নি প্রেরণা গিল (prerna Gill)।

ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ের আগে প্রকাশ কৌরকে বিয়ে করেন, সেখানেই তার দুই মেয়ে ও দুই ছেলে হয়। পরবর্তীতে হেমা মালিনীকে বিয়ের পর আরো দুই কন্যা ঘরে আসে। তবে, ধর্মেন্দ্র প্রথম স্ত্রীর দুই মেয়র কখনোই লাইম লাইটে আসেননি এমনকি তাদের ঘরের সন্তানরাও লাইম লাইটের আওতায় আসেননি। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল এবং ববি দেওল প্রায় 30 বছর ধরে পর্দায় রাজত্ব করছেন কিন্তু তার প্রথম দুই মেয়ের কথা খুব কম লোকই জানেন। যদিও, সানি এবং ববি দুজনেই এখন খুব বেছে কাজ করেন। তবে, আনন্দের ব্যাপার হল যে বহু বছর পর সানি দেওলকে দেখা যাবে বড় পর্দায় গদর ২ এ। ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে, এখন সিনেমা মুক্তির অপেক্ষা।

বলিউড অভিনেত্রীর থেকে কম নয় সানি দেওলের ভাগ্নি, সিনেমা থেকে দূরে থেকে এই কাজ করেন

এক সিনেমা, অন্যদিকে ছেলে করণের বিয়ের জন্য রীতিমত চর্চায় আছেন সানি। সম্প্রতি, সানি দেওল এর হাত ধরে চর্চায় উঠে আসেন তার ভাগ্নি প্রেরণা গিল। ভাবছেন প্রেরণা কি ফিল্মি লাইনে পা রাখতে চান মামার হাত ধরে? না মশাই। সানি দেওল এর ভাগ্নি প্রেরণা একজন লেখিকা। তিনি বেশ কিছু বই লিখেছেন। এখনও পর্যন্ত প্রেরণা গিলের তিনটি বই বেরিয়েছে। তার প্রথম বই হল ‘The Female Supernatural Being in Contemporary Gothic Literature and Film’ 2015 সালে প্রকাশিত হয়েছিল। সদ্য আরও একটি বই প্রকাশ করেছেন, যেটি হল – Meanwhile.

 

View this post on Instagram

 

A post shared by Prerna Gill (@prerna.pgill)