Janhvi Kapoor: দিনদিন চরম সুন্দরী হয়ে উঠছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, দেখুন অভিনেত্রীর রূপের ঝলক

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরের মেয়ে এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এখন চর্চায়। হিন্দি ছবি "ধড়ক" দিয়ে যাত্রা শুরু করার পর থেকে একাধিক সিনেমায় কাজ করেছেন…

Avatar

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরের মেয়ে এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এখন চর্চায়। হিন্দি ছবি “ধড়ক” দিয়ে যাত্রা শুরু করার পর থেকে একাধিক সিনেমায় কাজ করেছেন জাহ্নবী।

Janhvi Kapoor: দিনদিন চরম সুন্দরী হয়ে উঠছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, দেখুন অভিনেত্রীর রূপের ঝলক

সম্প্রতি, জাহ্নবী জুটি বাঁধছেন অভিনেতা বরুণ ধাওয়ান এর সঙ্গে বাওয়াল ছবিতে। সম্ভবত, জুলাই মাসে অ্যামাজ়ন প্রাইমে আসতে চলেছে এই নতুন ছবি। সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) প্রযোজনা ব্যানার ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা ‘আর্থস্কাই পিকচার্স’-এর ব্যানারে এই প্রথম জাহ্নবী জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান এর সঙ্গে।

Janhvi Kapoor: দিনদিন চরম সুন্দরী হয়ে উঠছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, দেখুন অভিনেত্রীর রূপের ঝলক

জাহ্নবীর কেরিয়ার ছাড়াও আরো একটা বিষয় উল্লেখযোগ্য যে যত দিন যাচ্ছে জাহ্নবীর গ্ল্যামার ততই বেড়ে চলেছে। দিনদিন আরো সেক্সি হট হয়ে উঠছেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে দেখা যাবে অভিনেত্রীর নানান মুডের ছবি। কখনো তিনি বোল্ড হট বিকিনিতে আবার কখনও মনোকিনিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তো কখনও একেবারে ঘরোয়া মেজাজে প্রিয় পোষ্যর সঙ্গে একান্তে।

Janhvi Kapoor: দিনদিন চরম সুন্দরী হয়ে উঠছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, দেখুন অভিনেত্রীর রূপের ঝলক

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান-ফলোয়িং রয়েছে। মাঝে মধ্যেই তিনি ছবি পোস্ট করেন, এবং ইতিমধ্যে তার ফ্যান ফলোয়িং এর সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। দেখতে থাকুন জাহ্নবী র বোল্ড অ্যান্ড সুইট ছবির ঝলক।

Janhvi Kapoor: দিনদিন চরম সুন্দরী হয়ে উঠছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, দেখুন অভিনেত্রীর রূপের ঝলক