Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jeetu-Nabanita Divorce: পথ আলাদা জিতু-নবনীতার, অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা

Updated :  Friday, June 30, 2023 12:59 PM

মিডিয়ার পাতায় একাধিকবার বিচ্ছেদের খবর উঠে এসেছে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি জিতু কমল ও নবনীতা দাসের। এর আগে প্রতিবারই সেই বিচ্ছেদের কথা উড়িয়ে দিয়েছিল এই জুটি। তবে এবার গুজব নয়, সত্যি সত্যিই একে অপরের থেকে বিচ্ছেদ নিচ্ছেন জিতু-নবনীতা। বৃহস্পতিবারই নিজেদের একটি ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন খোদ অভিনেত্রী। তবে এবার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন জিতু কমল।

এদিন জিতুর সাথে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রীন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…
টাওয়েল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা…তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থাকো জিতু কমল”।

অভিনেত্রীর পোষ্টের কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতাও। অভিনেত্রীকে নিয়ে করা একটি পুরনো পোস্ট শেয়ার করেই তিনি লিখেছিলেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..
আগামীতে তাই করবো….
বাচ্চা বউ
মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী
একটু বোঝো তোমরা”

জিতু ও নবনীতার বাস্তব জীবনের জুটি বেশ পছন্দ ছিল নেটিজেনদের। শেষ কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর কানাঘুষো শোনা গেলেও সেভাবে পাত্তা দেননি অনেকেই। তবে বৃহস্পতিবার অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট সবটা পরিষ্কার করে দিয়েছে। নিশ্চিত করেছে তাদের বিচ্ছেদের খবরও। জানা গিয়েছে, শেষ তিনমাস আলাদাই থাকছিলেন তারা। বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও এগিয়েছে বেশ কিছুটা। তবে এখনো পর্যন্ত পুরোপুরি বিবাহ বিচ্ছেদ ঘটেনি জিতু-নবনীতার। বিয়ের পর থেকেই চুটিয়ে সংসার করেছেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি, যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে আপাতত তাদের এমন হঠাৎ বিচ্ছেদে হতাশ তাদের অনুরাগীরাও।