Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: ‘ও আন্তাভা’, গানে মহিলা ইন্সপেক্টরের জমিয়ে নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Thursday, July 6, 2023 1:27 PM

বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের প্রজন্মের পাশাপাশি তারকাদের কাছেও সোশ্যাল মিডিয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এর সূত্র ধরেই নিজেদের অনুরাগীদের পাশাপাশি সমস্ত নেটনাগরিকদের সাথে সংযোগ স্থাপন করে চলেন বড়পর্দার ও ছোটপর্দার ছোট-বড় তারকারা। নিজেদের কাজের ফাঁকে শুটিং সেট থেকেই অনেকসময় রিল বানান তারা। সম্প্রতি তেমনই ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেত্রী নিজেদের একটি রিল ভিডিওর সূত্র ধরেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চায় উঠে এসেছেন।

২০২১ সালের শেষের দিক থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ ও তার সমস্ত গান দর্শকমহলের মন কেড়েছিল। ট্রেন্ডিং হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। যার রেশ এখনো রয়ে গিয়েছে বেশ কিছুটা। অবশ্য সেটি শুধুমাত্র সাধারণের উপর নয়, ইন্ডাস্ট্রির ছোট-বড় সমস্ত তারকাদের উপরও রয়ে গিয়েছে। আর এই মুহূর্তে সেই গানের তালেই তাল মিলিয়ে মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছেন যুক্তি কাপুর, কবিতা কৌশিক ও গুলকি জোশি।

২০২০ সালে ‘সনি সাব’ চ্যানেলে শুরু হয়েছিল ধারাবাহিক ‘ম্যাডাম স্যার’। দর্শকমাঝে এই ধারাবাহিকের জনপ্রিয়তা নেহাত কম ছিল না। চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই ছোটপর্দায় ইতি টেনেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকেরই তিন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন যুক্তি কাপুর, কবিতা কৌশিক ও গুলকি জোশি। এবার তাদেরই একটি রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে। এই ভিডিওটি যুক্তি কাপুরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই পুনরায় ভাইরাল হয়েছে। গত একবছর আগেই অভিনেত্রী নিজেদের এই রিল ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ঝলকে তাদের চরিত্রের সাজেই অর্থাৎ পুলিশের ইউনিফর্মেই দেখা গিয়েছিল তাদের। শুটিং ফ্লোরেই কাজের ফাঁকে ‘পুষ্পা’র ‘ও আন্তাভা’র তালেই তাল মিলিয়েছিলেন তারা। আপাতত, সেই সূত্র ধরেই নিজেদের অনুরাগীদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে আবারো চর্চিত হচ্ছেন এই তিন অভিনেত্রী।