অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইনস্টাগ্রামের সূত্র ধরেই নিজের একটি ঝলক শেয়ার করে নিয়েই এই মুহূর্তে চর্চিত অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি তার শেয়ার করে নেওয়া ঝলক ভাইরাল হতেই আবারো একাংশের মাঝে চর্চিত স্বপ্না।
VIDEO: বাগানের মধ্যে অভিনেত্রী মোনালিসার সাথে এমন ঘনিষ্ঠ হলেন পবন সিং, ভিডিও দেখে ঘায়েল পুরুষ ভক্তরা
সম্প্রতি স্বপ্না চৌধুরী নিজের সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ঝলক শেয়ার করে নিয়েই চর্চিত হচ্ছেন নিজের অনুরাগীদের মাঝে। অনুষ্ঠানের জায়গায় পৌঁছানো থেকে শুরু করে স্টেজে ওঠা ও সেখান থেকে নেমে আসাও ধরা পড়েছে ঝলকে। রয়েছে তার সাজগোজের ঝলকও। এদিন নিজের গানের সাথেই রিল বানিয়ে ছিলেন স্বপ্না। লাল সালোয়ার স্যুটে ‘সুরমা লাপেটে’র তালেই মঞ্চ মাতিয়ে ছিলেন তিনি। উপস্থিত সকল দর্শকরাই যে তাকে দেখে উচ্ছ্বসিত ছিলেন, তা ঝলকে নজর রাখলে স্পষ্ট হবে। আপাতত, স্বপ্না চৌধুরী নিজের এই শেয়ার করে নেওয়া ইনস্টারিলের সূত্র ধরেই একাংশের নজর নিজের দিকে টেনেছেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside